মাদ্রিদ: সলমন খানের ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে এবার মুখ খুললেন অভিনেতা সনু সুদ। তিনি বলেন, ভুল তো হয়ই।
প্রসঙ্গত, সম্প্রতি, 'সুলতান' ছবিতে শ্যুটিং করার সময় একজন কুস্তিগীরের চরিত্র ফুটিয়ে তুলতে গিয়ে তাঁকে কী পরিমাণ শারীরিক কসরত করতে হয়েছে, তা বোঝাতে গিয়ে সলমন বলেন, হাড়ভাঙা খাটুনির পর নিজেকে ধর্ষিতার মতো মনে হত। তাঁর এই মন্তব্যে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ধিক্কার জানান বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী।
এপ্রসঙ্গে খানিকটা নরম সুরেই সনু বলেন, সলমন প্রকৃত ভালো মানুষ। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতাও বেশ ভালো। মানুষ তো কত কিছুই না বলে। একটা ভুল হয়ে গেছে। তবে, তাঁর আরও সাবধান হওয়া উচিত।
ভুল তো হয়ই ! সলমনের পাশে সনু সুদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jun 2016 12:05 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -