কলকাতা: বসন্ত ভালোবাসার সময়। আপাতত অনেক বাধা বিপত্তি পেরিয়ে কাছাকাছি এসেছে মিঠাই (Mithai) আর তার উচ্ছেবাবু। পাহাড়ে ভ্রমণে গিয়ে সিড প্রথমবার স্বীকার করে নেয়, মিঠাইকে সে ভালোবাসে। আপাতত হাতে হাত রেখেই সব সমস্যার সমাধান করছে সিড আর মিঠাইয়ের জুটি। আর এবার বসন্তের ঋতুতে দোল উৎসবে মাতল মনোহরা পরিবার।


দোল উপলক্ষ্যে সবাই সেজেছিল সাদা পোশাকে। দেবতাকে প্রণাম করে একে অপরকে আবীর মাখালেন পরিবারের সবাই। রঙের আড়ালেই চলল নানা প্রেমের সমীকরণ। আর সিড? সে কিন্তু মিঠাইয়ের সমস্ত ইচ্ছাপূরণে হাজির। লাল- গোলাপি আবিরের রঙে জমজমাট 'মিঠাই' এর রঙের উৎসব। 


সদ্য জন্মদিন গিয়েছে সৌমিতৃষার। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, একটি সোফায় বসে রয়েছেন তিনি।  তার চারপাশে লাল বেলুন, সামনে রাখা কেক, শুভেচ্ছাবার্তা আর উপহার। ধারাবাহিকের উচ্ছেবাবু অর্থাৎ সিড-এর সঙ্গেও ছবি ভাগ করে নিয়েছেন সৌমিতৃষা। চ্যানেলকে ধন্যবাদও জানিয়েছেন যাবতীয় আয়োজনের জন্য। মোট ৩টি কেক হাজির ছিল মিঠাইয়ের জন্য। এর মধ্যে ২টি কেক বিশাল। 


আরও পড়ুন: 'সুপার সিঙ্গার সিজন ৩'-এ কোনও নাটক নেই, আমি যেমন ঠিক তেমনই থাকতে পেরেছি: সোনু নিগম


সদ্য পাহাড় থেকে শ্যুটিং করে ফিরেছে টিম 'মিঠাই'। মিরিকের পাহাড়ের কোলে, সবুজে ঢাকা চা বাগানে চলেছিল 'মিঠাই' ধারাবাহিকের শ্যুটিং। ভালোবাসার মাসে এই প্রথমবার 'মিঠাই'-এর 'উচ্ছেবাবু' ভালোবাসার কথা স্বীকার করলেন মিঠাইয়ের কাছে।


মিরিকের পাহাড়ের কোলে হয়েছে গোটা পর্বের শ্যুটিং। গোটা আয়োজন মনে করিয়ে দিয়েছিল 'চিরদিনই তুমি যে আমার' ছবির দৃশ্য। 'বাতাসে গুনগুন' গানে রাহুল-প্রিয়ঙ্কার প্রেম মন ছুঁয়েছিল সকলেরই। 'মিঠাই'-এর সেটেও দেখা গিয়েছিল তেমনই বাথটাবে আর গোলাপের পাপড়ি। দেখা গিয়েছিল, একটা বাথটাবে শুয়ে আছে সৌমিতৃষা (Soumitrisha) ওরফে মিঠাই (Mithai) আর তার গোটা গায়ে গোলাপের পাপড়ি। সেখানেই মিঠাইকে প্রথমবার সিদ্ধার্থ ওরফে সিড বলেছিল, 'ভালোবাসি'।


ধারাবাহিকের গল্প অনুসারে, সদ্য মা মারা গিয়েছে মিঠাইয়ের। সেই পর্বে সিড আর মিঠাইয়ের রসায়ন মন কেড়েছিল সবার। সিজকে জড়িয়ে ধরে মিঠাইয়ের কান্না অনেকেরই চোখ ভিজিয়েছিল। অনেকেই বলেছিলেন, সিডের মত স্বামী পাওয়া বাস্তব জীবনে সত্যিই সৌভাগ্যের। নেটদুনিয়া ভেসেছিল সিড মিঠাইয়ের রসায়নে। মাতৃবিয়োগের পর মিঠাইকে যেভাবে আগলে রেখেছিল সিড, তা দেখে অনেকেরই মনে হয়েছিল, এমন প্রেমিক যদি হত।