Mithun Chakraborty Birthday: নকশাল আন্দোলন, শ্রীদেবীর সঙ্গে সম্পর্ক, জন্মদিনে অজানা 'ডিস্কো ডান্সার' মিঠুন

Mithun Chakraborty Birthday Exclusive: ১৯৭৬ সালে বাংলা ছবি 'মৃগয়া'-র হাত ধরে রুপোলি পর্দায় পা রাখলেন এক নতুন অভিনেতা। মৃণাল সেনের পরিচালনার সঙ্গে মিলল মিঠুনের অভিনয় দক্ষতা

Continues below advertisement

কলকাতা: কেরিয়ারের প্রথম দিকে কখনও পরিকল্পনা ছিল না পর্দার সামনে আসার। কলেজে পড়ার সময় থেকে তাঁর ধ্যানজ্ঞান ছিল নকশাল আন্দোলন (Naxalite Movement)। রুপোলি পর্দায় পা রাখার আগে, তাঁর জীবনের এই অধ্যায় কার্যত রয়ে গিয়েছে লোকচক্ষুর আড়ালেই। 'আই অ্যাম আ ডিস্কো ড্যান্সার' (I am a Disco Dancer) গানের সুর কানে ভেসে এলেই ম্যাজিকের মতো চোখের সামনে যে চিরতরুণের ছবি ভেসে ওঠে, তাঁর জীবনেও রয়েছে একাধিক ধাপ, ওঠা পড়ার গল্প। রুপোলি পর্দায় পা রাখার পরে নয়, তার আগে থেকেই রাজনীতিতে ছিল তাঁর অবাধ যাতায়াত। কিন্তু নিজের প্রতিভায় ভর করে তিনি বছরের পর বছর রাজত্ব করে চলেছেন অনুরাগীদের মনে। রাত পেরোলেই জন্মদিন ইন্ডাস্ট্রির সেই 'ডিস্কো ডান্সার'-এর। তিনি মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। 

Continues below advertisement

কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স নিয়ে বিএসসি পাশ করেন মিঠুন চক্রবর্তী। এরপর তিনি পড়াশোনা করতে চলে যান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়া (film and television institute of india)-তে। কলেজে পড়ার সময় থেকেই নকশাল আন্দোলনের অংশ হয়ে উঠেছিলেন মিঠুন। কিন্তু সেসময়ে মিঠুনের পরিবারে হঠাৎই একটা কঠিন সময়ের মধ্যে এসে পড়ে। মিঠুনের দাদা হঠাৎ মারা যান। সংসারের হাল ধরতে, আন্দোলন ছেড়ে বাড়ি ফিরে আসতে হয় মিঠুনকে। সেসময়ে তাঁরও জীবনের ঝুঁকি ছিল। ধীরে ধীরে মিঠুনের জীবন মোড় নেয় অন্যদিকে। অনেকেই হয়তো জানেন না, মিঠুন অভিনয় ও নাচের পাশাপাশি মার্শাল আর্টেও পারদর্শী। 

১৯৭৬ সালে বাংলা ছবি 'মৃগয়া'-র হাত ধরে রুপোলি পর্দায় পা রাখলেন এক নতুন অভিনেতা। মৃণাল সেনের পরিচালনার সঙ্গে মিলল মিঠুনের অভিনয় দক্ষতা। এল সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার। এরপর হিন্দিতে 'দো অঞ্জানে' , 'ফুল খিলে হ্যায় গুলসন গুলসন'-এর মতো ছবিতে কাজ করেছেন মিঠুন, তবে মুখ্যভূমিকায় নয়। সহজ হয়নি কেরিয়ারের প্রথম দিকটা। মুখ্যচরিত্র না পেয়ে কার্যত হারিয়ে যেতে বসেছিলেন মিঠুন।  

এরপরে, তাঁকে খ্যাতির আলোয় নিয়ে এল 'ডিস্কো ডান্সার' (Disco Dancer) ছবিটি। শুধু অভিনয় নয়, মিঠুন পরিচিত হলেন এক দুর্দান্ত নৃত্যশিল্পী হিসেবেও। এরপর একাধিক ছবিতে নিজের অভিনয় ও নাচের দক্ষতার পরিচয় দিয়েছেন মিঠুন। একাধিক রোম্যান্টিক ছবিতেও অভিনয় করেছেন তিনি। বাংলা ও হিন্দি ছাড়াও অন্যান্য ভাষার ছবিতেও অভিনয় করেছেন মিঠুন।

ছোটপর্দাতেও ডান্স রিয়্যালিটি শো-এর বিচারকের ভূমিকায় থেকেছেন তিনি। ব্যক্তিগত জীবনে, অভিনেত্রী যোগীতা বালির সঙ্গে বিয়ে হয় মিঠুনের। তাঁর দুই সন্তানও রয়েছে। শোনা যায়, একসময় শ্রীদেবীর সঙ্গে সম্পর্ক ছিল মিঠুনের। সেই সম্পর্ক এগিয়েছিল এতটাই যে ইন্ডাস্ট্রির অন্দরে একথাও ভাসে যে গোপনে বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু শ্রীদেবী যখন বুঝতে পারেন মিঠুন তাঁর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ চান না, সম্পর্ক থেকে সরে আসেন শ্রীদেবী। 

বিতর্ক হোক বা রাজনীতি... অনুরাগীদের কাছে সেই সবকিছু ছাড়িয়ে মিঠুন চিরনবীন। ডিস্কো ডান্সার।

Continues below advertisement
Sponsored Links by Taboola