মুম্বই: মিঠুন চক্রবর্তীর পালিতা কন্যা দিশানি চক্রবর্তী। তাকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে খুব আদরের সঙ্গে বড় করে তোলেন মিঠুন ও তাঁর স্ত্রী যোগিতা বালি।
সেই দিশানিও এখন বড় হয়ে গিয়েছে। অন্য তারকাদের সন্তাদের মতো সেও নজরকাড়া সুন্দরী। দেখুন তারই কিছু ছবি