কলকাতা: তিনি বিজেপির সমর্থক, তবে কোনও পদে নেই। আজ, দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার পরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে কেন্দ্রে বিজেপি সরকার থাকার ফলেই কি দাদাসাহেব পুরস্কার পেয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)? একদিকে যেমন এই সম্মান পাওয়ার জন্য বারে বারে পুরনো কথা বলতে গিয়ে সাংবাদিক সম্মেলনের মধ্যেই আবেগে গলা বুজে এল মিঠুনের, তেমনই সোজাসাপ্টা জবাব দিলেন বিজেপি প্রসঙ্গেরও।


মিঠুনকে প্রশ্ন করা হয়েছিল, বিজেপি সরকার কেন্দ্রে থাকায় তাঁর দাদাসাহেব ফালকে পুরস্কার পেতে কোনও সুবিধা হয়েছে কি না? মিঠুন চক্রবর্তী বলেন, 'আমি কারও থেকে কখনও কোনও সুবিধা নিইনি। আমি লড়াইটা একা করি। আমি পার্টিতে রয়েছি বলে এই প্রশ্ন উঠতেই পারে।' প্রসঙ্গত, আজ মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার পরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি। এই বিষয়ে অভিনেতা বলেন, 'ওঁর সম্পর্কে আমার মনে কেবলই ভালবাসা আর সম্মান রয়েছে। আমি ওঁর সঙ্গে ব্যক্তিগতভাবে বহুবার দেখা করেছি। উনি একজন দারুণ মানুষ। তবে যতক্ষণ না কেউ ওঁকে ব্যক্তিগতভাবে চিনছে, কেউ বুঝবেই না উনি মানুষটা কেমন'। এর সঙ্গে সঙ্গে মিঠুন জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করেননি, জানাননি শুভেচ্ছাও।


মিঠুন চক্রবর্তীকে শুভেচ্ছা জানিয়ে কী লিখেছিলেন নরেন্দ্র মোদি? নিজের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে নরেন্দ্র মোদি লেখেন, 'শুনে ভীষণ খুশি হয়েছি যে শ্রী মিঠুন চক্রবর্তী ভারতীয় সিনেমায় তাঁর অনবদ্য অবদানের জন্য দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হচ্ছেন। উনি একজন সাংস্কৃতিক মানুষ। প্রজন্মের পর প্রজন্ম ওঁর অভিনয়ে মুগ্ধ থেকেছে। ওকে শুভেচ্ছা এই পুরস্কার পাওয়ার জন্য ও আগামীর জন্য শুভকামনা।'


 






আরও পড়ুন: Mithun Chakraborty: 'খেতে দেবেন? তাহলে সাক্ষাৎকার দেব', জাতীয় পুরস্কার পেয়ে সাংবাদিককে বলেছিলেন অভুক্ত মিঠুন


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।