কলকাতা: মর্যাদাপূর্ণ 'দাদাসাহেব ফালকে' পুরস্কারে (Dadasaheb Phalke Award) ভূষিত হচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বাঙালি অভিনেতা, জাতীয় স্তরে দাপটের সঙ্গে কাজ, এবার অভিনয় জগতে অসামান্য অবদানের জন্য এত বড় সম্মান পাচ্ছেন... স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বাঙালি দর্শক থেকে শিল্পী সকলেই। শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন অভিনেতা রুদ্রনীল ঘোষও (Rudranil Ghosh)।
মিঠুন চক্রবর্তীকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট রুদ্রনীলের
সোমবার এই বছরের 'দাদাসাহেব ফালকে' পুরস্কার প্রাপকের নাম ঘোষণার পর থেকেই শুভেচ্ছার বন্যা। মিঠুন চক্রবর্তীকে অভিনন্দন জানিয়েছেন ইন্ডাস্ট্রির একাধিক তারকা। পোস্ট করলেন রুদ্রনীল ঘোষও। একটি ছবি পোস্ট করেন, সেখানে মহাগুরুর আলিঙ্গনে রুদ্রনীল। ক্যাপশনে শুভেচ্ছা জানিয়ে লিখলেন, 'অভিনয়ে অসামান্য অবদানের জন্য বিরল 'দাদাসাহেব ফালকে' পুরস্কারে সম্মানিত হচ্ছেন শিল্পী মিঠুন চক্রবর্তী। দাদার সুস্থ শরীর ও আরও ভাল ভাল কাজ থেকে সামান্যতম শেখার অপেক্ষায় রইলাম আমরা।' অভিনেতার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও।
'মহাগুরু'কে অভিনন্দন জানিয়ে এবিপি আনন্দকে দেওয়া প্রতিক্রিয়ায় অপর্ণা সেন বলেন, 'মিঠুন চক্রবর্তী, আমাদের মিঠুন যে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছে তাতে আমার সত্যিই খুব আনন্দ হচ্ছে। মিঠুন অনেক কম বয়সে সম্মানটা পেল। এটাও খুব আনন্দের যে ওঁর অভিনয় ক্ষমতাটা স্বীকৃতিটা পেল এবং তাও এত তাড়াতাড়ি। আমার খুব ভাল লাগছে শুনে। মিঠুনকে অজস্র অজস্র অভিনন্দন, ভালবাসা, শুভেচ্ছা। আমি মিঠুনের সঙ্গে একটা ছবিতেই কাজ করেছি, ঋতুপর্ণ ঘোষের 'তিতলি'তে। সেই অভিজ্ঞতাটা খুবই মধুর। আমি, কঙ্কনা, মিঠুন, ঋতু... আমরা দারুণ আড্ডা মারতাম। কল্যাণও ছিল সেখানে। সুতরাং আমাদের সঙ্গে মিঠুনের সম্পর্কটা ভারী সুন্দর। ঘন ঘন দেখা হয় না, কিন্তু সবসময়েই ওঁর মঙ্গল কামনা করি আমি এবং আমার মনে হয় অভিনেতা হিসেবে আরও দূর যাবে মিঠুন। ওঁকে অনেক অভিনন্দন।'
চলতি বছরের পুজোর আবহেই মুক্তি পাচ্ছে মিঠুন চক্রবর্তীর নতুন ছবি 'শাস্ত্রী' (Shastri)। সোহম চক্রবর্তী অভিনীত ও প্রযোজিত এই ছবিতে মুখ্যচরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। বিপরীতে রয়েছেন দেবশ্রী রায়। দীর্ঘদিন পরে পর্দায় ফিরছে মিঠুন ও দেবশ্রীর জুটি। অন্যদিনে এই ছবিতে অভিনেত্রী সৌরসেনী মৈত্রও থাকছেন। অনুরাগীরা অপেক্ষায় ছবি মুক্তির।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।