সোনি টিভির আসন্ন সিরিয়াল দ্য ড্রামা কোম্পানিতে তিনি থিয়েটার দলের মালিকের ভূমিকায়।
এই হল তাঁর ফার্স্ট লুক।
থিয়েটার কোম্পানির মালিক মিঠুন তাঁর দলের হয়ে অভিনয়ের জন্য ভাড়া করবেন কৃষ্ণা অভিষেক, আলি আসগর, সুদেশ লেহরি, সুগন্ধা মিশ্র ও সঙ্কেত ভোঁসলেকে। জানা যাচ্ছে, তিনি এঁদের ফিল্মে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দলে টানবেন। এঁরা সকলেই মিঠুনের সঙ্গে কাজ করবেন কিন্তু নিজেদের মধ্যে মোটেই বনে না।
এই নিয়ে এগোবে দ্য ড্রামা কোম্পানির কমেডি।
জানা যাচ্ছে, মিঠুনের চরিত্র লার্জার দ্যান লাইফ, অন্য কমেডিয়ানদের সঙ্গে সমানভাবে অভিনয় করবেন তিনিও।
এর আগে শোনা গিয়েছিল, সুনীল গ্রোভার এই সিরিয়ালের গুরুত্বপূর্ণ একটি চরিত্র করবেন কিন্তু এখন জানা গিয়েছে, অতিথি শিল্পীর ভূমিকায় পাওয়া যাবে তাঁকে।
জুলাইয়ে নতুন স্লটে শুরু হবে এই শো।