মেলবোর্ন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচেই হারতে হল পাকিস্তানকে। এই ম্য়াচের মধ্যে দিয়েই সাদা বলের ফর্ম্য়াটে পাকিস্তানের অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল মহম্মদ রিজওয়ানের। কিন্তু প্রথম ম্য়াচেই হারের সম্মুখিন হতে হল তাঁকে। ব্যাট হাতে রান পেলেও, দলকে জেতাতে পারলেন না তিনি। ২ উইকেটে ম্য়াচ জিতে নিল অস্ট্রেলিয়া।
মেলবোর্নে আয়োজিত প্রথম ওয়ান ডে ম্য়াচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্দান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্য়াটিং করতে নেমে পাকিস্তান ক্রিকেট দল ৪৬.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে বোর্ডে ২০৩ রান তুলতে পারে। পাকিস্তানের ২ ওফেনার শাফিক ও সঈম আয়ুব ভাল রান করতে পারেননি। এরপর প্রাক্তন অধিনায়ক বাবর ও বর্তমান অধিনায়ক রিজওয়ান মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বাবর ৪৪ বলে ৩৭ রানের ইনিংস খেলেন ৪টি বাউন্ডারির সাহায্যে। রিজওয়ান ৭১ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। ২টো বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। মিডল অর্ডারে আর কোনও ব্যাটার রান পাননি। লোয়ার অর্ডারে শাহিন আফ্রিদি ও নাসিম শাহ মিলে দলের স্কোর দুশোর গণ্ডি পার করিয়ে দেন। অজি বোলারদের মধ্যে স্টার্ক ৩ উইকেট নেন। ২টো করে উইকেট নেন কামিন্স ও জাম্পা।
রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ২ ওপেনার ম্য়াথু শর্ট ও জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্কও রান পাননি। তবে অভিজ্ঞ স্টিভ স্মিথ ও জস ইংলিশ মিলে পার্টনারশিপে ৮৫ রান যোগ করেন। স্মিথ ৪৪ ও ইংলিশ ৪৯ রান করেন। লোয়ার অর্ডারে নেমে প্যাট কামিন্স ৩২ রানে অপরাজিত থাকেন। সিন অ্যাবটকে সঙ্গে নিয়ে লক্ষ্যমাত্রা পার করিয়ে দেন অজি অধিনায়ক। ৮৭ বল বাকি থাকতেই ম্য়াচ পকেটে পুরে নেয় অস্ট্রেলিয়া। পাক বোলারদের মধ্যে হ্যারিস রউফ ৩ উইকেট নেন। শাহিন আফ্রিদি ২ উইকেট নেন।
এদিকে, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেললেও বর্ডার গাওস্কর ট্রফির দামামা বেজে গিয়েছে। স্টার স্পোর্টস প্রেস রুমে দেওয়া এক সাক্ষাৎকারে কামিন্স বলেন, "আমি বুমরার খুব বড় ভক্ত। আমি মনে করি, ও একজন চমৎকার বোলার। আশা করি, আমরা যদি ওকে চুপ করাতে পারে, তাহলে সিরিজ জয়ের সম্ভাবনার দিকে অনেকটা এগিয়ে যাওয়া যাবে। তার সঙ্গে আরও অন্যান্যরা রয়েছে। যারা অবশ্য অস্ট্রেলিয়ায় খুব একটা খেলেনি। ওদের খুব একটা দেখা হয়নি। দেখা যাক, কেমন হয়।"