কলকাতা: নন্দন চত্বরে ভাইফোঁটার দিনই তারকাদ্যুতি। নাহ.. কোনও ছবির প্রিমিয়ার নয়, মুক্তি পেল দুই তারকার নতুন ছবির পোস্টার। 'প্রজাপতি'-র প্রথম লুক। প্রথমবার একসঙ্গে কাজ করলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও দেব (Dev)।
ভাইফোঁটার দিন নন্দন চত্বরে হাজির দেব, মমতা শঙ্কর (Mamata Shankar), শ্বেতা ভট্টাচার্য্য (Sweta Bhattacharyya), কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Kanineeka Banerjee), বিশ্বনাথ বসু (Biswanath Basu) ও অন্যান্য়রা। মুক্তি পেল 'প্রজাপতি'-র অফিসিয়াল পোস্টার। বেঙ্গল টকিজ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারর্স যৌথভাবে প্রযোজনা করছে এই ছবির। পরিচালনায় অভিজিৎ সেন।
এই ছবি এক বাবা ও ছেলের অম্লমধুর সম্পর্কের গল্পের। বাবার ভূমিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী আর ছেলের ভূমিকায় দেখা যাবে দেবকে। আবেগ, অনুভূতি ও দুই প্রজন্মের ভাবনার মিশেলে এগিয়ে যাবে ছবির গল্প। পুত্রবধূকে খুঁজে পাওয়া নিয়ে ছবির গল্প মোড় নেবে অন্যদিকে।
আরও পড়ুন: Bhaidooj: ভাইফোঁটার দিন ছোটবেলার ছবি শেয়ার করে নস্ট্যালজিক এই অভিনেতা, চিনতে পারছেন?
ছবি পরিচালক বলছেন, 'এই প্রোজেক্টটা আমার কাছে স্বপ্নের মত। ৪৬ বছর পরে মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্কর জুটিতে একফ্রেমে আনতে পেরেছি আমরা। দর্শকদের জানা উচিত, তাঁদের রসায়ন এখনও কতটা তরতাজা। এটা দেবের সঙ্গে আমার দ্বিতীয় কাজ। প্রতিবারই ও ওর অভিনয় সত্ত্বা দিয়ে আমায় অবাক করে।'