কলকাতা: এবার পুজোয় ফিরছে মিতিনমাসি (Mitin)। সামাজিক মাধ্যমে সম্প্রতিই এই ঘোষণা করেছেন পরিচালক অরিন্দম শীল (Arindam Sil)। এবারের ছবি 'জঙ্গলে মিতিন'। সুচিত্রা ভট্টাচার্য্য়ের 'সারান্ডায় শয়তান' গল্প অবলম্বনে তৈরি হবে এই ছবি। এখনও শুরু হয়নি ছবির শ্যুটিং। তবে শোনা যাচ্ছে এপ্রিলের শেষের দিকে হতে পারে এই ছবির শ্যুটিং।
আগের মতোই মিতিন মাসির ভূমিকায় দেখা যাবে কোয়েল মল্লিক (Koel Mallick)-কে। ছবির শ্যুটিং হবে সারান্ডায়। আপাতত অবশ্য নতুন ফেলুদা নিয়ে ব্যস্ত অরিন্দম। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন নতুন ফেলুদার লুকও। তাঁর কাজে ফেলুদা হিসেবে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)-কে। 'গ্যাংটকে গন্ডোগোল' গল্প অবলম্বনে তৈরি হচ্ছে তাঁর ছবি 'শাবাশ ফেলুদা' (Shabash Feluda)। এই প্রথম ফেলুদা সিরিজে হাত দিলেন অরিন্দম। তবে এর আগে শবর (Sobor) ও ব্যোমকেশের (Byomkesh) মতো গোয়েন্দা গল্প দর্শকদের উপহার দিয়েছেন অরিন্দম। তাঁর পরিচালিত মিতিনও বেশ মনে ধরেছিল দর্শকদের। তাঁদের অনুরোধেই ফের পর্দায় মিতিনকে ফেরাচ্ছেন অরিন্দম।
সদ্য মুক্তি পেয়েছে অরিন্দম শীলের দুটি ছবি। খেলা যখন (Khela Jokhon) ও মায়াকুমারী (Mayakumari)। খেলা যখনের মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)-কে। অন্যদিকে মায়াকুমারীর মুখ্যভূমিকায় ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)।
সাফল্য পেয়েছিল অরিন্দম শীলের অন্যধারার ছবি মহানন্দা (Mahananda)। মহাশ্বেতা দেবীর জীবন আধারিত এই ছবির মুখ্যভূমিকায় ছিলেন গার্গী রায়চৌধুরী (Gargee Roychowdhury)। তবে ইদানিং একাধিক গোয়েন্দা ছবিতেই মন মজেছে অরিন্দমের। তারই ফলশ্রুতি মিতিনকে পর্দায় ফিরিয়ে আনা।
অন্যদিকে মিতিনের হাত ধরে পর্দায় কামব্যাক করবেন কোয়েল মল্লিক (Koel Mallick)-ও। মা হওয়ার পরেও তাঁর ফিটনেস ঈর্ষণীয়। দর্শকদের তাঁর থেকেও প্রত্যাশা রয়েছে। সম্প্রতি কোয়েল যে ছকভাঙা চরিত্রগুলি দর্শকদের উপহার দিয়েছেন, তাতে দর্শকেরা বুঝে গিয়েছেন কোয়েল লম্বা দৌড়ের ঘোড়া। আর তাই এই মিতিন নিয়েও প্রত্যাশা রয়েছে বই কি।
প্রসঙ্গত ইতিমধ্যেই লম্বা হচ্ছে পুজোয় বাংলা ছবি মুক্তির তালিকা। এই প্রথম পুজোয় মুক্তি পাবে উইন্ডোজ (Windows) অর্থাৎ নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboproshad Mukherjee)-র ছবি রক্তবীজ (Roktobij)। অন্যদিকে মুক্তি পাবে বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta) পরিচালিত দেবের ব্যোমকেশ (Byomkesh)।
আরও পড়ুন: Salman Khan: সফর বাতিল নয়, কড়া নিরাপত্তায় পরিকল্পনা মতোই কলকাতায় আসবেন সলমন