লিসবন: আবার তিনি মাঠে নামলেন। আবার তিনি নজির গড়লেন। তবে এবার গোল করে নয়। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরো ২০২৪ এর যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে লেইচেনস্টাইনের বিরুদ্ধে ৪-০ গোলে জয় পেয়েছে পর্তুগাল। সেই ম্যাচেই কেরিয়ারের ১৯৭ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন সি আর সেভেন। ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি থেকে একটি গোলও করেন রোনাল্ডো। 


এর আগে কাতার বিশ্বকাপে প্রথম একাদশে সুযোগ মেলেনি রোনাল্ডোর। পরে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামলেও তা হিসেবের আওতায় আনা হয়না। ফলত দেশের জার্সিতে প্রথম একাদশেই একবারে খেলতে নেমে এবার নজির গড়লেন রোনাল্ডো। নিজেই সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছিলেন, ''রেকর্ডই আমার মোটিভেশন। আমি ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় হতে চাই। এটা আমাকে গর্বিত করবে। কিন্তু এটা এখানেই থেমে থাকে না, আমি এখনও চাই আমায় ডাকা হোক খেলার জন্য।''


উল্লেখ্য, ২০০৩ সালে প্রথমবার আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় রোনাল্ডোর। কাতার বিশ্বকাপে গোল করার সঙ্গে সঙ্গে পরপর পাঁচটি বিশ্বকাপের মঞ্চে গোল করার নজির গড়েছিলেন রোনাল্ডো। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে খেলে হারতে হয়েছিল পর্তুগালকে। এরপরই সৌদির ক্লাব আল নাসেরে যোগ দেন রোনাল্ডো। আল নাসেরের হয়ে ১০ ম্যাচে ৯ গোল করেছেন সি আর সেভেন।


 এশিয়া কাপ কোথায়?


এ বছরের এশিয়া কাপ (Asia Cup 2023) পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা। তবে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় দল পড়শি দেশে খেলতে যেতে একেবারেই রাজি নয়। বিসিসিআই (BCCI) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB), উভয় দেশের ক্রিকেট বোর্ডই দ্রুত এই পরিস্থিতি সমাধানে বদ্ধপরিকর। সমাধানস্বরূপ ভারত-পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচ সম্ভবত পাকিস্তানের বাইরে অন্য কোনও দেশে আয়োজিত হতে পারে।


ভারত নিজেদের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহি, ওমান বা শ্রীলঙ্কায় খেলতে পারে বলেই শোনা যাচ্ছে। এএনআইকে এক সূত্র জানান, 'দিন কয়েক আগেই দুই দেশের (ভারত ও পাকিস্তান) বোর্ড এক বৈঠকের আয়োজন করেছিল। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে পাকিস্তানেই এশিয়া কাপ আয়োজিত হবে। তবে ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে না, বরং তাঁরা নিরপেক্ষ ময়দানে নিজেদের ম্যাচগুলি খেলবে। ভারতীয় দল ওমান, ইংল্যান্ড, আমিরশাহি, শ্রীলঙ্কা অথবা বাংলাদেশে নিজেদের ম্যাচগুলি খেলতে পারে। তবে এই বিষয়ে এখনও পাকাপাকিভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।'