কলকাতা: সুরের ছবি সুর এবার দর্শকদের জন্য । মুক্তি পেল 'মিথ্যে প্রেমের গান' (Mitthye Premer Gaan)-এর অ্যালবাম । পরমা নেওটিয়া (Paroma Neotia)-র প্রথম পরিচালিত ছবি এটি । ত্রিকোণ প্রেমের এই গল্পে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya) ইশা সাহা (Ishaa Saha) ও অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty) ।                                                                         


এই ছবিতে অনির্বাণের চরিত্রের নাম অভীক । এই ছবিতে তিনি একজন সঙ্গীতশিল্পী ও লেখক । অন্যদিকে অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty) অভিনয় করেছেন একজন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীর ভূমিকায় । ছবির নায়িকা ইশা পর্দায় ফুটিয়ে তুলবেন অন্বেষার চরিত্রকে । তাঁর পেশা সাংবাদিকতা ।   


আরও পড়ুন: Godse Ek Yudh: ফ্রেমে গান্ধী ও গডসের ইতিহাস ! প্রজাতন্ত্র দিবসে বড় পর্দায় ফিরছেন রাজকুমার সন্তোষী


শাস্ত্রীয় সঙ্গীত আর আধুনিক গানের দ্বন্দ্ব, ভালবাসার জন্য লড়াই ও আর গানের নেশা... সব মিলিয়ে প্রেম বিচ্ছেদের গল্পে জমে উঠবে 'মিথ্যে প্রেমের গান'-এর গল্প । ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি । সুরের দায়িত্বে রয়েছেন কুন্তল দে (Kuntal De), রণজয় ভট্টাচার্য্য (Ranajoy Bhattacharya), সৌম্য ঋত (Soumyo Rit )।                                                                                                                 


আজ এই ছবির মিউজিক রিলিজেও রইল প্রেমের ছোঁয়া। ইশার হাতে হাত রেখে পা মেলালেন সুরে ছন্দে অনির্বাণ । কখনও আবার ধরা পড়ল পর্দার বাইরে ইশা, অনির্বাণ আর অর্জুনের বন্ধুত্বের সমীকরণ ।