মুম্বই: 'আন্দাজ আপনা আপনা' খ্যাত জাতীয় পুরষ্কার জয়ী রাজকুমার সন্তোষী (Rajkumar Santoshi) এবার তার নতুন ছবি নিয়ে ফিরছেন বড় পর্দায়। এক দুই বছর নয়, দীর্ঘ ৯ বছর পর ফের বড় পর্দায় ফিরছেন তিনি। এই ছবির প্রেক্ষাপট স্বাধীনতার সময়ের যুদ্ধ। প্রজাতন্ত্র দিবসে রাজকুমার সন্তোষীর সেই অন্যতম উপহার হতে চলেছে,'গান্ধী গডসে এক যুদ্ধ।' 


প্রজাতন্ত্র দিবসে মুক্তি পেতে চলেছে রাজকুমার সন্তোষীর নতুন ছবি 'গান্ধী গডসে এক যুদ্ধ' 


প্রসঙ্গত, জাতীয় পুরষ্কার জয়ী রাজকুমার সন্তোষী এর আগে একের পর এক ছবি উপহার দিয়েছেন দেশকে। 'আন্দাজ আপনা আপনা' থেকে ঘায়েল, দামিনী, ঘাতক,লজ্জা এবং হালের অজব প্রেমের গজব কাহিনী একের পর এক হিট ছবি দিয়েছেন তিনি। তবে মাঝে দীর্ঘ ৯ বছর তিনি বড় পর্দায় ফেরেননি। আর এবার একেবারে বড়সড় বিষয় নিয়ে ফিরছেন বলিউডে। 'গান্ধী গডসে এক যুদ্ধ' ছবিটি মূলত গান্ধীজি এবং নাথুরাম গডসের মতাদর্শের লড়াই। একজন নরমপন্থী এবং অন্যদিকে অপরজন ছিলেন চরমপন্থী। তবে ভিন্ন মতাদর্শী হলেও দুজনের লক্ষ্যই ছিল স্বাধীনতা। কিন্তু অবশ্যই পথ ছিল আলাদা। গৃহযুদ্ধ বাড়তে বাড়তে এত দূর অবধি পৌছয় যে ভারতে স্বাধীনতার ইতিহাসে এই মুহূর্ত অন্যতম মাইলস্টোন। 


আরও পড়ুন, কাকে বৌমা বলে ডাকলেন শ্রেয়া ?


গান্ধীজিকে নিয়ে এর আগেও একাধিক ছবি তৈরি হয়েছে ভারতে


সন্তোষী প্রোডাকশনের তরফে গত ১৫ ডিসেম্বর একটি ভিডিও পোস্ট করা হয়, সেখানেই জানানো হয় চলতি বছরে প্রজাতন্ত্র দিবসে মুক্তি পেতে চলেছে রাজকুমার সন্তোষীর ,'গান্ধী গডসে এক যুদ্ধ।' গান্ধীজিকে নিয়ে এর আগেও একাধিক ছবি তৈরি হয়েছে ভারতে। 'লাগো রহো মুন্নাভাই' থেকে শুরু করে 'গান্ধী' নামকরণেও ছবি তৈরি হয়েছে দেশে। মহাত্মা গান্ধীর জীবনের নানা মুহূর্ত থেকে মতাদর্শ নিয়ে ছবি হয়েছে নানাভাষা দেশের নানা প্রান্তে। তবে শুধুই ফিল্ম নয়, দেশে ও বিদেশে মহাত্মা গান্ধীকে নিয়ে একাধিক বইও লেখা হয়েছে। চলেছে গবেষণা। সমকালীন সময়েও অনেকেও এই বিষয় নিয়ে আগ্রহের শেষ নেই। স্বাভাবিকভাবেই লাইট ক্যামেরা অ্যাকশন আলাদাই ফ্রেম জমাবে। উল্লেখ্য, এর আগেও ঘায়েল, দামিনী, ঘাতক,লজ্জা প্রতিটি ছবিতে ভক্তদের রসনা তৃপ্ত করে এসেছেন জাতীয় পুরষ্কার জয়ী রাজকুমার সন্তোষী। তাই স্বাভাবিকভাবেই প্রজাতন্ত্র দিবসের দিকে তাঁকিয়ে গোটা দেশ। 'গান্ধী গডসে এক যুদ্ধ' দেখার অপেক্ষায় ভক্তরা।