মুম্বই: ২০১৮ সালে #MeToo আন্দোলনের সময় কাঠগড়ায় ছিলেন বলিউডের জনপ্রিয় পরিচালক সাজিদ খান। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তিনজন। সেই সময় নীরব থাকলেও, এবার মুখ খুললেন মডেল তথা অভিনেত্রী ডিম্পল পল। ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে যিনি পলা নামে পরিচিত। একটি ছবিতে অভিনয়ের সুযোগ করে দেওয়ার অজুহাতে সাজিদ তাঁকে যৌন হেনস্থা করেছিলেন বলে অভিযোগ।
তাঁর হেনস্থার কাহিনী সবার কাছে তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় পলা লিখেছেন, ‘গণতন্ত্রের মৃত্যু হওয়ার আগে, বাকস্বাধীনতা হারিয়ে যাওয়ার আগে আমার মনে হল সত্যটা বলা উচিত।’
পলা আরও জানিয়েছেন, ‘তাঁর ছবি ‘হাউসফুল’-এ আমাকে অভিনয়ের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাজিদ। যখন # মি টু আন্দোলন শুরু হয়েছিল, তখন সাজিদের বিরুদ্ধে অনেকে মুখ খুলেছিলেন। কিন্তু আমার তখন মুখ খোলার সাহস হয়নি। কারণ, অন্য অনেক অভিনেতার মতো যাদের ইন্ডাস্ট্রিতে কোনও গডফাদার নেই এবং পরিবারের জন্য রোজগার করতে হয়, আমার অবস্থাও সেরকমই ছিল। এখন মা-বাবা আমার সঙ্গে নেই। আজ আমি শুধু নিজের জন্য রোজগার করি। ফলে আজ আমি বলতে পারি যে, সেই ১৭ বছর বয়সে সাজিদ আমায় কীভাবে হেনস্থা করেছিলেন। নোংরা ভাষায় কথা বলেছিলেন। আমাকে ছুঁতে চেয়েছিলেন। ‘হাউসফুল’ অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য তাঁর সামনে আমায় নগ্ন হতে বলেছিলেন।’
পলা আরও বলেছেন, ‘আর কতজনের সঙ্গে সাজিদ এমন করেছেন, সেটা ঈশ্বরই জানেন। তখন বয়স কম ছিল, ফলে চুপ থাকায় শ্রেয় মনে করেছিলাম। কিন্তু এখনও না বললে আরও দেরি হয়ে যেত, তাই সত্য সামনে এনেছি।’
পলার এই পোস্ট ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে প্রবল সমালোচনার ঝড় ওঠে। সাজিদকে গ্রেফতারের দাবিতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অনেকে। এই ধরনের মানুষকে বলিউডে কাজ করতে দেওয়াই উচিত নয় বলেও আওয়াজ তুলেছেন নেটিজেনদের একাংশ।
১৭ বছর বয়সে যৌন হেনস্থার শিকার হয়েছিলাম, সাজিদ খানের বিরুদ্ধে অভিযোগ অভিনেত্রী পলার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Sep 2020 05:48 PM (IST)
সোশ্যাল মিডিয়ায় পলা লিখেছেন, ‘গণতন্ত্রের মৃত্যু হওয়ার আগে, বাকস্বাধীনতা হারিয়ে যাওয়ার আগে আমার মনে হল সত্যটা বলা উচিত।’
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -