ছবিতে বলা হয়েছে, খ্রীষ্টজন্মের ২০১৬ বছর আগে, প্রাগৈতিহাসিক সিন্ধু সভ্যতার মহেঞ্জোদাড়ো শহর কীভাবে এক ব্যক্তির লোভে ধ্বংস হয়ে গেল। এক তরুণ নীল চাষী সারমান মহেঞ্জোদাড়োয় আসে, দেখা হয় পুরোহিতের মেয়ে চানির সঙ্গে। চানির মন পেতে সারমান প্রকাশ্যে আনে সেই গোপন তথ্য, যা আর কেউ জানে না। তা চানি সম্পর্কে, মহেঞ্জোদাড়ো সম্পর্কে, এমনকী তার নিজের সম্পর্কে। প্রকাশ্যে ‘মহেঞ্জোদাড়ো’-র গান ‘সরসরিয়া’! দেখুন
ABP Ananda, web desk | 26 Jul 2016 05:11 AM (IST)
মুম্বই: মুক্তি পেল আশুতোষ গোয়াড়িকরের আগামী ছবি ‘মহেঞ্জদাড়ো’-র গান ‘সরসরিয়া’। হৃতিক রোশন ও পূজা হেগড়ের লিপে এই গানটির শ্যুটিংয়ে তুলে ধরা হয়েছে প্রাচীন মহেঞ্জোদাড়ো শহরকে। দেখুন, প্রতীক্ষিত এই গানটি