ছবিতে বলা হয়েছে, খ্রীষ্টজন্মের ২০১৬ বছর আগে, প্রাগৈতিহাসিক সিন্ধু সভ্যতার মহেঞ্জোদাড়ো শহর কীভাবে এক ব্যক্তির লোভে ধ্বংস হয়ে গেল। এক তরুণ নীল চাষী সারমান মহেঞ্জোদাড়োয় আসে, দেখা হয় পুরোহিতের মেয়ে চানির সঙ্গে। চানির মন পেতে সারমান প্রকাশ্যে আনে সেই গোপন তথ্য, যা আর কেউ জানে না। তা চানি সম্পর্কে, মহেঞ্জোদাড়ো সম্পর্কে, এমনকী তার নিজের সম্পর্কে।