মুম্বই: পাক অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে রণবীর কপূরের সম্পর্ক নিয়ে গুঞ্জন এখনও থামেনি। কিন্তু এরইমধ্যে সূত্রের খবর, ছেলের জন্য কনে খুঁজছেন মা নীতু কপূর।

কিছুদিন আগেই মাহিরার সঙ্গে রণবীরের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। রণবীর ও মাহিরা ডেট করছেন বলে জোর জল্পনা শুরু হয়।

সেই জল্পনা যেমনই হোক , তা রণবীরের মায়ের ওপর খুবই প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। অভিনেতা ছেলের সাত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছেন তিনি।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নীতু ছেলেকে বিয়ে করে থিতু করানোর জোর চেষ্টা শুরু করেছেন। এ ব্যাপারে ছেলেকে বোঝাচ্ছেন তিনি।

কারণ, এখন নীতুর কথার বেশিরভাগটা জুড়েই থাকে ছেলের বিয়ে। জানা গেছে, মায়ের যতই ব্যস্ততা থাক, আসন্ন সিনেমার জন্য ব্যস্ততার দোহাই দিয়ে রণবীর বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, রণবীর ও মাহিরার সম্পর্ক নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ার পর রণবীরের বাবা ঋষি কপূর সাফ জানান, ওটা গুজব ছাড়া অন্য কিছু নয়।

রণবীরও জানান, মাহিরাকে তিনি চেনেন। অভিনেত্রী হিসেবে মাহিরাকে শ্রদ্ধা করেন তিনি। তাঁর সম্পর্কে যে সব কথা বলা হচ্ছে, তা একেবারেই অনায্য। সবচেয়ে দুঃখের বিষয় হল, এক্ষেত্রে ভাবনাচিন্তার ক্ষেত্রেও বৈষম্য রয়েছে। কারণ, তিনি মহিলা। কোনও ধরনের নেতিবাচক মনোভাব থেকেই বেরিয়ে আসতে হবে।

রণবীর আরও বলেন, ধূমপান ও ঘৃণা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।

একটি সাক্ষাত্কারে মাহিরা বলেন, তাঁর ছবির যেভাবে অপব্যাখ্যা করা হয়েছে, তাতে তিনি খুবই ভেঙে পড়েছিলেন। মাহিরা বলেন, তাঁর মন খুবই শক্ত। কিন্তু যা ঘটছে, তা দেখে বিধ্বস্ত হয়ে পড়েন তিনি।