মুম্বই: ছোটবেলায় পড়াশোনায় মোটেই সুবিধের ছিলেন না তিনি। তাই মা নীতু কপূর হুমকি দিতেন, সব কথা বলে দেবেন বাবা ঋষিকে। জানালেন রণবীর কপূর।

রণবীর বলেছেন, তখন যে টুইটার ছিল না তাতে বেঁচে গিয়েছেন তিনি। না হলে বাবা টুইট করে তাঁর নম্বরের কথা রাজ্যের লোককে জানিয়ে দিতেন।

জাগ্গা জাসুস উপলক্ষ্যে স্কুল পড়ুয়াদের সঙ্গে কথা বলছিলেন রণবীর। তিনি জানিয়েছেন, ছোটবেলায় রেজাল্ট বার হওয়ার দিন নীতু স্কুলে আসতেন। প্রতিবার তাঁকে মায়ের কাছে ক্ষমা চেয়ে বলতে হত, এবার থেকে আরও বেশি করে পড়াশোনা করবেন, ভাল নম্বর পাবেন, কোনও সাবজেক্টে ফেল করবেন না। আর মা বলতেন, রিপোর্ট কার্ডে একটা লাল দাগ দেখলেই বাবাকে বলে দেবেন। বাবাকে খুব ভয় পেতেন ছোট্ট রণবীর, ভ্যাঁ করে কেঁদে ফেলতেন।



পড়াশোনায় ভাল না হওয়ায় ফুটবলে মন দিয়েছিলেন তিনি।

তবে রণবীর গর্বের সঙ্গে জানিয়েছেন, তাঁদের পরিবারে তিনিই সবথেকে বেশি শিক্ষিত। বাবা ক্লাস এইটে ফেল করেন, কাকা নাইনে আর ঠাকুর্দা সিক্সে। কিন্তু তিনি ক্লাস টেনে ৫৬ শতাংশ নম্বর পান, সেরা পাঁচ সাবজেক্টে নম্বর ছিল ৬০।