আল্পসের কনকনে ঠাণ্ডায় মোনালির বাংলা গানের ভিডিও দেখেছেন?
web desk, ABP Ananda | 20 Jan 2020 01:25 PM (IST)
ছোট থেকে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন মোনালি। হিন্দুস্তানি ক্ল্যাসিকাল শেখার সময় ১০টি ঠাট মনে রাখার জন্য একটি গান শিখেছিলেন তিনি।
কলকাতা: আল্পস পর্বতে বেড়াতে গিয়েছেন মোনালি। কনকনে ঠাণ্ডায় কাবু হয়েও মোনালির গলায় বাংলা গান! তাও আবার যে-সে গান নয়, মোনালি গাইলেন একেবারে ছোট্টবেলায় শেখা একটি গান। ছোট থেকে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন মোনালি। হিন্দুস্তানি ক্ল্যাসিকাল শেখার সময় ১০টি ঠাট মনে রাখার জন্য একটি গান শিখেছিলেন তিনি। সেই গানটি মনে রাখলেই বিভিন্ন রাগে কোন কোন স্বর ব্যবহার হয়, তার একটা প্রাথমিক ধারণা তৈরি হয়। হঠাতই আল্পসে বেড়াতে গিয়ে এই গানটি মনে পড়ল মোনালির। সঙ্গে সঙ্গে গানটি গেয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘আমি যখন ছোট ছিলাম এবং সবেমাত্র হিন্দুস্তানি ক্লাসিক্যাল সংগীত শিখতে শুরু করেছিলাম, তখন প্রথম শেখা গানগুলির মধ্যে এটি একটি। এই গান ১০টি ঠাট সহজে মনে রাখতে সাহায্য করে ... তবে কেন হঠাৎ আল্পসের এই মারাত্মক ঠাণ্ডায় গতকাল থেকে এই গানটি মনে পড়ছে, জানি না। তাই না গেয়ে থাকতে পারলাম না... এই গানটি বাংলায়!’ শুনে নিন মোনালির গান।