‘দুপুর ঠাকুরপো’- সিজন-২ র ঝুমা বৌদির এই নাচ ভাইরাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 May 2018 03:13 PM (IST)
মুম্বই: বিগ বস ১০-এর প্রতিযোগী মোনালিসা বা অন্তরা বিশ্বাস দুপুর ঠাকুরপো সিজন-২ ওয়েব সিরিজে ঝুমা বৌদি রূপে এরমধ্যেই সকলের প্রিয় হয়ে উঠেছেন। ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর জনপ্রিয়তা ব্যাপক। সম্প্রতি তাঁকে সঞ্জয় লীলা বনশালির 'রামলীলা' ছবির 'লাহু মু লগ গয়্যা' গানের তালে নাচতে দেখা গিয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ভাইরাল।