ইনস্টাগ্রামে মোনালিসা পোস্ট করেছেন তাঁর ডাইনি লুকের ছবি। লম্বা চুল ও শাড়ি পরা ছবিগুলি অনুরাগীদের পছন্দ হয়েছে।
শুধু ভোজপুরী ছবিই নয়, বিগ বস সিজন ১০-এও দেখা গিয়েছে মোনালিসাকে। বিগ বসেই তিনি বিয়ে করে ফেলেন ভোজপুরী ছবির নায়ক বিক্রান্ত সিংহ রাজপুতকে। বিগ বস হাউসে হওয়া সেই বিয়ে টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হয়েছিল।