জাকার্তা: এশিয়ান গেমসের ষষ্ঠ দিনেও সাফল্য পেল ভারত। এদিন টেনিস থেকে এল সোনা। পুরুষদের ডাবলসে সোনা জিতলেন রোহন বোপান্না ও দ্বিভিজ শরণ। ফাইনালে স্ট্রেট সেটে জয় ভারতীয় জুটির। সিঙ্গলসের সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ পেলেন প্রজনেশ গুনেশ্বরণ।

এদিন রোয়িংয়ে পুরুষদের দলগত বিভাগ থেকেও এল সোনা। পাশাপাশি, পুরুষদের সিঙ্গল স্কালস্ ও ডাবল স্কালস থেকেও এল ব্রোঞ্জ।

এদিন শ্যুটিং থেকেও এল পদক। ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন হিনা সিধু। তবে, ফের হতাশ করলেন মনু ভাকর।

পুরুষদের হ্যান্ডবলের গ্রুপ লিগের ম্যাচে টানটান থ্রিলার। পাকিস্তানকে এক গোলে হারিয়ে দিল ভারত। ২৮-২৭ গোলে এল জয়।

তবে এশিয়ান গেমসে কবাডিতে ভারতের একাধিপত্য শেষ হয়ে গেল। পুরুষ দলের মতো মহিলারাও সোনার পদক জিততে ব্যর্থ হলেন। ফাইনালে ইরানের কাছে হেরে রুপো পেল মহিলা দল।

পুরুষ হকি দলের অপ্রতিরোধ্য দৌড় অবশ্য অব্যাহত। হংকংয়ের বিরুদ্ধে ২৬ গোলের রেকর্ডের পর এদিন জাপানকেও দুরমুশ করলেন আকাশদীপ-মনপ্রীতরা। ৮-০ গোলে জয় পেল ভারতীয় দল।