কলকাতা : কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল (Money Heist) 'মানি হায়েস্ট সিজন ৫'-র ট্রেলার। বহু প্রতীক্ষিত এই ওয়েব সিরিজের (Web Series) সিজন ৫-র ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গেই দর্শকদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়ে। জনপ্রিয় এই সিরিজের নতুন সিজন মুক্তির অপেক্ষায় দর্শকরা। অবশেষে জানা গেল কবে মুক্তি পাবে 'মানি হায়েস্ট সিজন ৫' (Money Heist Season 5)।


স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সের (Netflix) ওয়েব সিরিজ 'মানি হায়েস্ট'-র জনপ্রিয়তা ঠিক কতটা তা সম্প্রতি কয়েকটা খবরে চোখ বোলালেই জানা যায়। জানা গিয়েছে, সম্প্রতি জয়পুরের একটি সংস্থা তাদের সমস্ত কর্মীদের একটা গোটা দিন ছুটি ঘোষণা করেছে শুধুমাত্র 'মানি হায়েস্ট সিজন ৫' দেখার জন্য। ওই সংস্থার কর্তারা জানিয়েছেন, জনপ্রিয় এই সিরিজের পঞ্চম সিজনটি দেখার জন্য তাঁদের কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। আর সেই কারণেই সমস্ত কর্মীর জন্য একটা ছটির দিন ধার্য করেছে ওই সংস্থা। সংস্থার খোদ সিইও কর্মীদের জন্য এই ঘোষণা করেছেন। তাঁদের মতে, কর্মীদের কাজের উৎসাহ দেওয়ার জন্য কখনও কখনও এমন ছুটির দরকার হয়।


'মানি হায়েস্ট' মুক্তির জন্য অপেক্ষা মাত্র আর কয়েক ঘণ্টার। ৩রা সেপ্টেম্বরই নেটফ্লিক্সে মুক্তি পাবে জনপ্রিয় ওয়েব সিরিজের পঞ্চম সিজন। প্রসঙ্গত, চার বছর আগে ২০১৭ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় 'মানি হায়েস্ট'-র প্রথম সিজন। প্রথম থেকেই দর্শকদের পছন্দের তালিকায় খুব সহজেই ঢুকে পড়ে ওয়েব সিরিজটি। মুখে মুখে জনপ্রিয় হয়ে যায় 'বেলা চাও' গানটিও। এরপর আর কোথাও পিছনে ফিরে তাকাতে হয়নি এই ওয়েব সিরিজটিকে। একের পর এক সিজন মুক্তি পেয়েছে। আর দর্শকদের ভালো লাগা যেন তত বেড়েছে। আর তাই তো একটা সিজন শেষ হয়ে গেলেই পরের সিজনের জন্য অপেক্ষা করে বসে থাকেন দর্শকরা।


এই সিরিজটিতে অধ্যাপক (আলভারো মুর্তের) নেতৃত্বে একদল লোক দুজন দীর্ঘ-প্রস্তুত উত্তরাধিকারীর কাজ পূর্ণ করেছেন। একজনের ইচ্ছা ছিল স্পেনের রয়েল মিন্টে ডাকাতি এবং আরেকজনের স্পেনের ব্যাঙ্কে ডাকাতি। সিরিজটি প্রথমে দুটি অংশে একটি ছোট সিরিজ হিসাবে নির্মাণ করার লক্ষ্য করা হয়েছিল। 


'মানি হাইস্ট'- এ অভিনয় করেছেন অ্যালভারো মর্তে তথা প্রফেসর, ইতজিয়ার ইতুয়াও তথা ইন্সপেক্ট রেকেল, মিগুয়েল হেরেন তথা রিও এবং জাইম লোরেট তথা ডেনভার। এর আগের ৪ সিজনেই জনপ্রিয়তা অর্জন করেছে মানি হাইস্ট। আর এই পর্বে থাকছে টানটান উত্তেজনা। প্রতিটি দৃশ্যে দেখা যাবে রোলার কোস্টার রাইড। ডেনভার, মানিলা এবং টোকিও-কে তাঁদের পরিকল্পনা বাস্তবায়িত করার উদ্যোগ নিতে দেখা যাবে এই সিজনে। কিন্তু আদৌ কি সাফল্য পাবেন তাঁরা ? উত্তর পেতে হলে দেখতে হবে মানি হাইস্ট ফাইভ।