নয়াদিল্লি: xuv700 লঞ্চ করে ভারতীয় গাড়ি বাজারে ধামাকা করেছিল কদিন আগেই। এবার সেই মহিন্দ্রা কোম্পানিকেই বন্ধ রাখতে হচ্ছে প্রোডাকশন। তবে শুধু মহিন্দ্রা নয়, ভারতের একাধিক গাড়ি প্রস্তুতকারকদের সাময়িক বন্ধ করতে হচ্ছে প্রোডাকশন।

  


এই নিয়ে কী বলছে মহিন্দ্রা ? (Mahindra and Mahindra Update)
কোম্পানির তরফে জানানো হয়েছে, বিশ্বের বাজারে সেমিকন্ডাক্টরের অভাবের ফলেই গাড়ির প্রোডাকশন এক সপ্তাহের জন্য বন্ধ করা হবে।চলতি মাসেই এই উৎপাদন বন্ধের দিকে হাঁটবে মহিন্দ্রা। তবে কোম্পানির এই প্রোডাকশন বন্ধের সিদ্ধান্তে যে মার্কেটে ভালোই প্রভাব পড়বে, তা উপলব্ধি করেছে কোম্পানি। মনে করা হচ্ছে, এরফলে গাড়ি তৈরিতে প্রভাব পড়বে কমপক্ষে ২০-২৫ শতাংশ।


একই অবস্থা মারুতির (Maruti Suzuki shortages) 
তবে শুধু মহিন্দ্রা নয়। একই সমস্যায় ভুগছে দেশের বৃহত্তম কার প্রস্তুতকারক কোম্পানি মারুতি সুজুকি। কোম্পানি জানিয়েছে, সেমিকন্ডাক্টরের অভাবে আগামী মাসে কাজ বন্ধ রাখতে হবে তাদের।কিছু প্লান্টে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও মহিন্দ্রা জানিয়ে দিয়েছে, কোনওভাবেই কিছুদিনের জন্য প্রোডাকশন বন্ধের সিদ্ধান্ত প্রভাব ফেলবে না গাড়ির সেলস নম্বরে। বিশেষ করে কোম্পানির ট্রাক্টর ও তিন চাকার গাড়ির বিক্রির বিষয়ে আত্মবিশ্বাসী মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা।


কোভিডের হানা সেমিকন্ডাক্টরে
নমুরার রিপোর্ট বলছে, বিশ্বের একাধিক জায়গায় কোভিডের ফলে কাজ বন্ধ হয়েছিল অনেক কোম্পানি। বিশেষ করে গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতকারী কোম্পানিগুলি লকডাউনের ফলে চিপ তৈরি বন্ধ রেখেছিল। বর্তমানে বিশ্বের কোভিড পরিস্থিতির উন্নতি হলেও সেই গাড়ির চিপের অভাব পূরণ হয়নি। নমুরার ধারণা, সেপ্টেম্বরে এই চিপের অভাব চলবেই। যদিও বিশেষজ্ঞদের ধারণা, এই পরিস্থিতি আগামী বছরেও জারি থাকবে। যার ফল ভুগতে হবে গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলিকে।


বিক্রি কমেছে মহিন্দ্রার (Mahindra and Mahindra sales drops)
পরিসংখ্যান বলছে, গত মাসের থেকে বিক্রি কমেছে মহিন্দ্রার। সেমিকন্ডাক্টরের অভাবের কারণে এই হাল হয়েছে কোম্পানির। মহিন্দ্রার অগস্টে ৩০,৫৮৫টি গাড়ি বিক্রি হয়েছে। যা জুলাইয়ের সেলস ফিগারের থেকে ২১.৫ শতাংশ কম।


আরও পড়ুন : Hyundai Casper: Tata Punch কে টক্কর দিতে Casper আনছে Hyundai


আরও পড়ুন : Tata Punch থেকে Mahindra XUV700, উৎসবের মরশুমে আসছে কোন গাড়ি ?