নয়াদিল্লি: মুক্তি পেল অ্যাকশন থ্রিলার (Action Thrilller) ঘরানার ছবি 'মাঙ্কি ম্যান'-এর ট্রেলার ('Monkey Man' Trailer Out)। দেব পটেল (Dev Patel) অভিনীত এই ছবির হাত ধরেই পরিচালনাতেও পা রাখছেন তিনি। প্রায় তিন মিনিটের বেশি দৈর্ঘ্যের ট্রেলার দেখায় এক ব্যক্তির (দেব) সেই দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার গল্প যারা তার মাকে খুন করেছিল এবং দরিদ্র এবং ক্ষমতাহীনদের ওপর পদ্ধতিগতভাবে অত্যাচার করে চলেছে।
'মাঙ্কি ম্যান' ছবির ট্রেলার প্রকাশ্যে
ভারতের প্রেক্ষাপটে তৈরি এই ছবি হনুমানের কিংবদন্তি গল্প দ্বারা অনুপ্রাণিত। ট্রেলারে দেখা যাচ্ছে সিনেমায় দেবের চরিত্র আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাবে খ্যাতনামা ফাইটারদের থেকে মার খেয়ে নগদ টাকা রোজগার করে। এটাই তার জীবিকা। মারপিটের সময় সে মুখে একটা গরিলা মাস্ক পরে নেয়। ট্রেলারে দেবের চরিত্রের ছোটবেলার ঝলক, মায়ের সঙ্গে কাটানো সময় এবং মাকে হারানোর ঝলকও দেখা যায়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে যারা তার থেকে সবকিছু ছিনিয়ে নেয় তাদের থেকে প্রতিশোধ নেওয়ার পন্থা খুঁজে বের করতে থাকে।
এই ছবির হাত ধরে হলিউডে পা রাখলেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা (Sobhita Dhulipala)। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় হলিউড ডেবিউর কথা জানান 'মেড ইন হেভেন' অভিনেত্রী। পোস্টের ক্যাপশনে লেখেন, 'আমার ডেবিউ হলিউড ছবি 'মাঙ্কি ম্যান'-এর ট্রেলার শেয়ার করতে পেরে অত্যন্ত আনন্দ হচ্ছে। বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ৫ এপ্রিল মুক্তি পাচ্ছে এই ছবি।' তাঁর পোস্টে অনুরাগ কাশ্যপ লেখেন, 'দুর্দান্ত দেখাচ্ছে'। আদর্শ গৌরব লেখেন, 'ভীষণ ভীষণ উত্তেজিত এই ছবির জন্য! অসাধারণ লাগছে।'
বিশ্বজুড়ে ৫ এপ্রিল মুক্তি পাবে 'মাঙ্কি ম্যান'। দেব তাঁর অরিজিন্যাল স্টোরি ও চিত্রনাট্য থেকে তৈরি এই ছবির পরিচালনা করেছেন পল অঙ্গুনাওয়েলা ও জন কোলির সঙ্গে। এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মকরন্দ দেশপাণ্ডে, সিকন্দর খের, শার্লটো কোপ্লে, পিতোবাস, বিপিণ শর্মা, অদিতি কালকান্তে, অশ্বিণী কালসেকর।
আরও পড়ুন: Bobby Deol Birthday: 'লর্ড ববি'কে জন্মদিনের শুভেচ্ছা সানি দেওলের, শেয়ার করলেন একগুচ্ছ ছবি
এই ছবির প্রযোজনা করেছেন দেব পটেল, জমন থমাস, জর্ডন পিল, উইন রোসেনফেল্ড, ইয়ান কুপার, বেসিল ইওয়ানিক, এরিকা লি, ক্রিস্টিন হেব্লার, অঞ্জয় নাগপাল। শুরুতে 'মাঙ্কি ম্যান' তৈরি করা হয়েছিল ২০২১ সালে নেটফ্লিক্সের জন্য। আন্তর্জাতিক বিনোদন সংস্থা 'ডেডলাইন' অনুযায়ী জর্ডন এই ছবি দেখে অনুভব করেন এটি বড়পর্দায় মুক্তি পাওয়া উচিত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।