হায়দরাবাদ: দিনের শুরুতে ক্রিজে উপস্থিত ছিলেন সেট রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেল। ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG 1st Test) প্রথম ইনিংসে ভারত বিরাট লিড নিয়ে ইংল্যান্ডের জয়ের আশা সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার লক্ষ্যেই মাঠে নেমেছিল। তবে মাত্র ১৫ রান যোগ করেই অল আউট হয়ে গেল ভারত। শূন্য রানের ব্যবধানে তিন উইকেট হারাল টিম ইন্ডিয়া। ৪৩৬ রানেই শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। ৮৭ রান করলেন জাডেজা (Ravindra Jadeja), অক্ষরের সংগ্রহ ৪৪। ১৯০ রানে এগিয়ে ভারত।  


এদিনের শুরুতে ভারতের স্কোর ছিল সাত উইকেটের বিনিময়ে ৪২১ রান। রবীন্দ্র জাডেজা শতরানের দিকে অগ্রসর হচ্ছিলেন। অক্ষর ব্যক্তিগত অর্ধশতরান থেকে ঢিল ছোড়া দূরত্বে ছিলেন। ভারতীয় দল নিঃসন্দেহে ৫০০ রানের গণ্ডি পার করার আশায় ছিল। দিনের শুরুটা ভারতীয় দলের দুই অলরাউন্ডার অত্যন্ত দেখে শুনেই করেন। নিয়ন্ত্রিত ইংল্যান্ড বোলিংয়ের বিরুদ্ধে রানই করতে পারছিলেন না জাডেজা-অক্ষর।


 






দ্বিতীয় দিনের শুরুতে যশস্বী জয়সওয়ালকে আউট করে ইংল্যান্ডকে প্রথম সাফল্য এনে দিয়েছিলেন জো রুট (Joe Root)। এদিনও তিনি ইংল্যান্ডের ত্রাতা হয়ে উঠলেন রুট। পরপর দুই বলে জাডেজা ও বুমরাকে আউট করেন ইংল্যান্ডের তারকা। মহম্মদ সিরাজ কোনওরকমে তাঁর হ্যাটট্রিক রুখে দেন। একদিকে যখন পরপর উইকেট পড়ছিল, তখন অপরদিকে উপস্থিত অক্ষর ভারতকে ৪৫০ রানের গণ্ডি পার করানোর জন্য একমাত্র ভরসা হয়ে উপস্থিত ছিলেন।


তবে অক্ষরও ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারলেন না। ঠিক পরের ওভারেই রেহান আমেদের বলে সাজঘরে ফিরতে হয় তাঁকে। শূন্য রানে তিন উইকেট হারায় ভারত। দিনকয়েক আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শূন্য রানে সাত উইকেট হারিয়েছিলেন টিম ইন্ডিয়া। ফের একবার টেস্টে ভারতের ব্যাটিং ধস নামল। রুটই এই ইনিংসে ইংল্যান্ডের হয়ে সফলতম বোলার। তাঁর অফস্পিন তাঁর দলকে চার উইকেট এনে দেয়। তবে ভারতকে দ্রুত আউট করলেও, ১৯০ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ডের সামনে কিন্তু বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: ভুল থেকে শিক্ষা নিতে আগ্রহী, শতরান হাতছাড়া করেও হতাশ নন যশস্বী