কলকাতা: নতুন রূপে 'মন্টু পাইলট ২' নিয়ে ফিরছেন অভিনেতা সৌরভ দাস। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে 'মন্টু পাইলট' হিসেবে তাঁর লুক। 'হইচই' -এর জনপ্রিয় সিরিজের দ্বিতীয় অধ্যায়ে সৌরভের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রফিয়াত রশিদ মিথিলাকে। 


'হইচই'-এর তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে 'মন্টু পাইলট'-এ সৌরভের নতুন লুক। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে নতুন সিরিজের শ্যুটিং। নতুন সিরিজ নিয়ে সৌরভ বলছেন, 'মন্টু পাইলট আমার ভালোবাসার প্রোজেক্ট। একজন অভিনেতা হিসেবে আমি সবসময় নিজেকে ভাঙাগড়ার মধ্যে দিয়ে নিয়ে যেতে চায়। আমায় ঠিক সেই সুযোগটা দেয় মন্টু পাইলট -এর চরিত্রটা। নতুন লুক নিয়েও আমি ভীষণ আগ্রহী। ইতিমধ্যেই দর্শকদের সামনে এসেছে আমার নতুন লুক। এই চরিত্রটার জন্য নিজেকে তৈরি করার সময় আমায় আড়ালে থাকতে হয়েছিল। এতদিনে সেই লুকটা সবার সামনে এল। আশা করি দর্শকের ভালো লাগবে।'


প্রসঙ্গত 'মন্টু পাইলট ২'-তে কাজ করার কথা ছিল সোলাঙ্কি রায়ের। কিন্তু কিছু সমস্যার কারণেই চরিত্র থেকে সরে দাঁড়ান সোলাঙ্কি। তাঁর জায়গায় অভিনয় করেন রফিয়াত রশিদ মিথিলা। 


আরও পড়ুন: Vikrant Massey Wedding Pics: হলুদে মাখামাখি বিক্রান্ত-শীতল, শেয়ার করলেন ছবি


তিনি চর্চিত অভিনেতা, বিতর্কিতও বটে। ব্যক্তিগত জীবন ও পছন্দ নিয়ে একাধিকবার নেটিজেনদের ট্রোলিং-এর স্বীকার হয়েছেন সৌরভ। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় স্কার্ট পরে ছবি ভাগ করে নিয়েছিলেন অভিনেতা। এমন পোশাক নির্বাচন করতে কী বিশেষ সাহস লাগে? এবিপি লাইভকে সৌরভ বলছেন, 'আমি নেটিজেনদের কথা ভেবে অভিনয়ে আসিনি। আমার যেটা ভালো লাগে সেটাই করি। তাতে মানুষ আমায় ভালোবাসেন, আবার ট্রোলিং-ও করেন। সবেরই অধিকার আছে তাঁদের। তবে আমার জীবনটা আমি আমার মতো করেই কাটাব। আমারও তো সেই অধিকার আছে।'




সামনেই একাধিক ছবির মুক্তি, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে নতুন ছবির শ্যুটিংও। সৌরভ বলেন, 'ইতিমধ্যেই 'অল্প হলেও সত্যি'। এসভিএফের 'রুদ্রবীণার অভিশাপ' সিরিজটাও মুক্তি পেয়েছে। 'কাটাকুটি' বলে একটি সিরিজও মুক্তি পেয়েছে। সানি রায়ের 'বিষাক্ত মানুষ'-এর শ্যুটিং শেষ হয়েছে। কোনও চরিত্রের জন্য যে কনও অভিনেতাকেই হোমওয়ার্ক করতে হয়। সৌরভের ক্ষেত্রে সেই পদ্ধতিটা ঠিক কী? সৌরভ বলছেন, যখন থেকে চিত্রনাট্য পাই তখন থেকেই চরিত্রটা নিয়ে ভাবা শুরু হয়ে যায়। তবে আমরা এতটা সময় বা টাকা কোনোটাই পাই না যে দুটো চরিত্রের মধ্যে ৬-৮ মাসের একটা বিরতি নেব। আমি আমার আসেপাশের মানুষদের মধ্য়েই চরিত্র খুঁজি, তাঁদের থেকেই শিখি। আর বাকিটা কল্পনা।'