✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

বিবাহবিচ্ছেদের পর কয়েক কোটি টাকায় রফা করেছেন বলিউডের এই তারকারা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  30 May 2018 01:41 PM (IST)
1

আরবাজ খান ও মালাইকা খান- দুজনের ১৮ বছরের বিয়ে ভেঙে গিয়েছে। এক্ষেত্রেও ক্ষতিপূরণের বিষয়টি গোপন। ছবি- ইন্সটাগ্রাম

2

অনুরাগ কাশ্যপ ও কোল্কি কোচলিন- এই দুজনেরও বিবাহবিচ্ছেদ হয়েছে। ক্ষতিপূরণের পরিমাণ এখনও জানা যায়নি। ছবি- ইন্সটাগ্রাম

3

ফারহান আখতার ও অধুনা- ২০১৬ তে বিবাহের আর্জি মঞ্জুর হয় ২০১৭ তে। ২০০০ সালে দুজনের বিয়ে হয়েছিল। তবে ক্ষতিপূরণের পরিমাণ সম্পর্কে কেউ কিছুই জানেন না। বিষয়টি খুবই গোপনীয়। ছবি- ইন্সটাগ্রাম

4

আমির খান ও রীনা দত্ত- সূত্রের খবর, বাবা-মায়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু বেশি সময় একসঙ্গে থাকতে পারলেন না। এই দম্পতির বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে খোরপোশের পরিমাণ বিপুল। কিন্তু এ ব্যাপারে স্পষ্টভাবে কিছুই জানা যায়নি। ছবি- ইন্সটাগ্রাম

5

হৃতিক রোশন ও সুজান খান- হৃতিক ও সুজানের ১৩ বছরের বিয়ে ভেঙে গিয়েছে। বিয়ের আগেও চার বছর তাঁরা একে অপরের সঙ্গে ডেট করেছেন। ২০০০ সালে বিয়ে এবং ২০১৩-তে বিচ্ছেদ। জল্পনা যে, সুজান হৃতিকের কাছ থেকে ৪০০ কোটি টাকা দাবি করেছেন। যদিও দুজনেই এই খবর অস্বীকার করেছেন। আজও দুজনে একে অপরের সঙ্গে গোপনে ডেট করেন। ছবি- ইন্সটাগ্রাম

6

করিশ্মা কপূর ও সঞ্জয় কপূর- বিয়ের ১১ বছর পর ২০১৬-তে স্বামী সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় করিশ্মার। ২০১৪-তে তাঁরা বিবাহবিচ্ছেদের আর্জি জানিয়েছেন। ওই মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবীর বক্তব্য অনুসারে, সঞ্জয়ের বাবা-রা বাড়ি করিশ্মার নামে হবে। সন্তানদের জন্য সঞ্জয়কে ১৪ কোটি টাকার বন্ড কিনতে হবে। যার মাসে সুদ হবে প্রায় ১০ লক্ষ টাকা। ছবি- ইন্সটাগ্রাম

7

সঞ্জয় দত্ত ও রিয়া পিল্লাই-রিয়া সঞ্জয় দত্তর দ্বিতীয় স্ত্রী। রিয়ার প্রেমে পড়েছিলেন সঞ্জয়। দুজনের বিয়ে ভেঙে যাওয়ার জন্য সঞ্জয় দায়ী নন বলেই অনেকে মনে করেন। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য সঞ্জয় দত্তকে প্রচুর ভুগতে হয়েছে। খোরপোশ হিসেবে সঞ্জয় রিয়াকে সি-ফেসিং অভিজাত অ্যাপার্টমেন্ট, সঙ্গে দামি গাড়ি দিয়েছেন। এছাড়াও দীর্ঘদিন ধরেই তাঁর খরচপাতিও চালান সঞ্জয়। ছবি- ইন্সটাগ্রাম

8

সইফ আলি খান ও অমৃতা সিংহ- এই দুজনের বয়সের ব্যবধান ছিল ১৩ বছরের। আর বিয়ে টিকেছিল ১৩ বছরই। এক সাক্ষাত্কারে সইফ জানিয়েছেন, তিনি তাঁপ প্রাক্তন স্ত্রী অমৃতাকে মোট পাঁচ কোটি টাকা দেওয়ার কথা। ছেলে যতদিন না ১৮ বছর হয়, ততদিন প্রতি মাসে ১ লক্ষ টাকা করে দেন। ছবি- ইন্সটাগ্রাম

9

বলিউডের তারকা দম্পতিদের বিবাহবিচ্ছেদের খবর নতুন নয়। এই তালিকায় এবার যোগ হল অর্জুন রামপালের নামও। সম্প্রতি অর্জুন রামপাল ও তাঁর স্ত্রী মেহর জেসিয়া বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন। এ ধরনের ক্ষেত্রে অনেক সময়ই আর্থিক বিষয় জড়িত থাকে। বলিউডে আর্থিক সমঝোতার মাধ্যমে বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে। অনেক বিবাহবিচ্ছিন্ন বলিউড তারকা খোরপোশ নিচ্ছেন বা দিচ্ছেন। সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদগুলি সস্পর্কে জেনে নেওয়া যাক। ছবি- ইন্সটাগ্রাম

  • হোম
  • বিনোদন
  • বিবাহবিচ্ছেদের পর কয়েক কোটি টাকায় রফা করেছেন বলিউডের এই তারকারা
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.