কলকাতা: ২০২৪-এ নেটদুনিয়ায় রাজ করলেন কারা? কাকে পেছনে ফেলে কে এগিয়ে গেলেন সার্চ সংখ্যায়? মিলিয়ে নিন আপনার সঙ্গে কতটা মিল-অমিল এখন। টকাটক টাইপ হচ্ছে একের পর এক সিনেমার নাম। সার্চ ইঞ্জিন সাগরমন্থন করে সব তথ্য তুলে ধরছে স্ক্রিনে। ইনফো চাই নখদর্পনে। নেটিজেনদের দুনিয়ায় ২০২৪ জুড়ে খোঁজাখুঁজির লিস্টে কোন কোন সিনেমা এক্কেবারে প্রথম সারিতে রইল, তার খোঁজ তো রাখতেই হবে।
তথ্য বলছে, মোস্ট সার্চড লিস্টে প্রথম দশটি ভারতীয় সিনেমার মধ্যে একদম প্রথম স্থানে আছে শ্রদ্ধা কপূর, রাজকুমার রাওয়ের ছবি 'স্ত্রী পার্ট টু'। দ্বিতীয় স্থানে আছে 'কল্কি - ২৮৯৮' এডি। বিক্রান্স ম্যাসি অভিনীত, বিধুবিনোদ চোপড়া পরিচালিত ফিল্ম 'টুয়েলভথ ফেল' এই তালিকায় তৃতীয় স্থানে আছে। মোস্ট সার্চড লিস্টে চতুর্থ স্থানটি দখল করেছে কিরণ রাও পরিচালিত 'লাপতা লেডিজ'। পঞ্চম স্থানে আছে তেজা সাজ্জা অভিনীত, প্রশান্ত বর্মা পরিচালিত সুপারহিরো ফিল্ম 'হনু-মান'। ষষ্ঠ স্থানটি দখল করেছে বিজয় সেতুপতি, অনুরাগ কাশ্যপ, মমতা মোহনদাস অভিনীত নিথিলান স্বামীনাথন পরিচালিত তামিল ফিল্ম 'মহারাজা'। সপ্তম স্থানে রয়েছে মালয়ালম সারভাইভাল থ্রিলার 'মঞ্জুম্মেল বয়েজ'। থলপতি বিজয়ের ছবি 'দ্য গ্রেটেস্ট অফ অল টাইম' মোস্ট সার্চড লিস্টে অষ্টম স্থানে রয়েছে। নবম স্থানে আছে প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারণ অভিনীত 'সালার'। আর দশম স্থানে রয়েছে ফাহাদ ফাজিল অভিনীত মালয়ালম অ্যাকশন-কমেডি 'আভেশাম'।
এবার চোখ রাখা যাক ভারতে ওটিটি এবং টেলিভিশন সিরিজের মোস্ট সার্চড লিস্টে। এই তালিকায় প্রথম স্থানটি দখলে রেখেছে সঞ্জয়লীলা ভন্সালির সিরিজ 'হীরামাণ্ডি'। দ্বিতীয় স্থানে আছে 'মির্জাপুর সিজন থ্রি'। তৃতীয় স্থানে রয়েছে আমেরিকান পোস্ট-অ্যাপোক্যালিপ্টিক ড্রামা সিরিজ 'দ্য লাস্ট অফ আস'। চতুর্থ স্থানে রয়েছে 'বিগ বস সেভেন্টিন'। 'পঞ্চায়েত' সিজন থ্রি মোস্ট সার্চড লিস্টে চতুর্থ স্থানটি দখল করেছে। সাউথ কোরিয়ান রোম্যান্টিক কমেডি সিরিজ 'কুইন অফ টিয়ারস' এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। আরও একটি সাউথ কোরিয়ান সিরিজ 'ম্যারি মাই হাজবেন্ড' মোস্ট সার্চড লিস্টে সপ্তম স্থানে আছে। অষ্টম স্থানটি দখল করেছে 'কোটা ফ্যাক্টরি সিজন থ্রি'। 'বিগ বস এইট্টিন' রয়েছে নবম স্থানে। আর মোস্ট সার্চড লিস্টে দশম স্থানে আছে আমেরিকান সায়েন্স ফিকশন সিরিজ 'থ্রি বডি প্রবলেম'।
আরও পড়ুন: Iman Chakraborty Oscar: মন ভাঙল বাঙালির, অস্কারের দৌড় থেকে ছিটকে গেল ইমনের 'ইতি মা' গানটি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।