'একটু বেশিই খাচ্ছে তৈমুর, মোটা দেখাচ্ছে', কেন এমন বললেন করিনা?
web desk, ABP Ananda | 17 Mar 2019 08:33 AM (IST)
মুম্বই: সোজাসাপটা জবাব দিতে করিনা কপূরের জুড়ি নেই, একথা আর কারও অজানা নয়। এবার তো নিজের ছেলের ব্যাপারেই একটা চাঁচাছোলা মন্তব্য করে বসলেন বেবো। তাও আবার একটি চ্যাট শো-এ এসে! 'একটু বেশিই খাচ্ছে তৈমুর, মোটা দেখাচ্ছে', আরবাজ খানের জনপ্রিয় চ্যাট শো 'পিঞ্চ'-এ এসে এমন একটা মন্তব্য করে বসলেন করিনা। কিন্তু কেন? না, ছেলেকে নিয়ে কোনও অভিযোগ নয়। নেটিজেনদের ট্রোলের জবাব দিতে গিয়েই এমন মন্তব্য 'মা' করিনার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কেউ তৈমুরকে ট্রোল করে লেখেন, করিনা মোটেই ভালো মা নন। তৈমুর খিদেয় মরে যাচ্ছে! এই প্রসঙ্গ উঠতেই করিনার চাঁচাছোলা জবাব, 'ও বেচারা খিদেয় মরে যাচ্ছে না, বরং আজকাল তৈমুর একটু বেশিই খাচ্ছে মনে হয়, মোটা দেখাচ্ছে।' ছোট্ট তৈমুর জন্ম থেকেই পাপারাৎজিদের আকর্ষণের কেন্দ্রে। তৈমুর কী খাচ্ছে, কী করছে, কোথায় যাচ্ছে, সবসময়ই সেইদিকে সবার নজর থাকে। নেটদুনিয়ায় সেইসব ছবি ভাইরাল হতেও সময় নেয় না। ছোট্ট তৈমুরও দিব্য উপভোগ করে সেইসব। 'কিন্তু তা বলে রোজ? ওর বয়স মাত্র দুই। ওকেও ওর মতো করে বাঁচতে দেওয়া উচিত।' বলেন করিনা।