ঢাকা: শুক্রবার নিউজিল্যান্ডের মসজিদে প্রার্থনা করতে গিয়ে যে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের, তার ধাক্কা কাটিয়ে ওঠা সহজ নয় বলেই মনে করছেন বাঁ হাতি ওপেনার তামিম ইকবাল। দেশে ফেরার উড়ান ধরার আগে শনিবার ক্রাইস্টচার্চ বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ক্রিকেটার বলেন, ‘আমাদের যে অভিজ্ঞতার মুখোমুখি হতে হল, তারপর এই ঘটনার রেশ কাটিয়ে উঠতে বেশ খানিকটা সময় লাগবে। আমরা যে দেশে ফিরে যাচ্ছি এটা ভাল ব্যাপার। কারণ, সবারই পরিবারের লোকজন আতঙ্কিত। আশা করি দেশে ফেরার পর সময়ের সঙ্গে সঙ্গে আমরা এই আতঙ্ক কাটিয়ে উঠতে পারব।’


শুক্রবার যখন মসজিদে হামলা হয়, তখন বাংলাদেশ ক্রিকেট দলের ১৭ জন সদস্য সেখানে গিয়েছিলেন। তাঁরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। টেস্ট ম্যাচ বাতিল করে দেশে ফিরছেন তামিমরা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, এবার থেকে দল যখন বিদেশ সফরে যাবে, তাঁরা সংশ্লিষ্ট দেশের নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ নিজামুদ্দিন চৌধুরীও একই কথা জানিয়েছেন।

বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী মহম্মদ শাহরিয়র আলম জানিয়েছেন, নিউজিল্যান্ডে মসজিদে হামলায় দুই বাংলাদেশীর মৃত্যু হয়েছে এবং পাঁচজন জখম। বাংলাদেশের আরও তিনজনের খোঁজ পাওয়া যাচ্ছে না।