কলকাতা: আমন্ত্রণ পেয়েছিলেন, উপস্থিত হতে পারেননি বিবাহে। পি সি সরকার (P.C. Sorcar) কন্যা মৌবনী সরকারের (Moubani Sorcar) বিবাহের পরে, তাঁকে বিশেষ শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোশ্যাল মিডিয়ায় সেই চিঠির ছবি শেয়ার করে নিয়েছেন, মৌবনী। সদ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মৌবনী, চন্দননগরের ছেলে সৌম্যর সঙ্গে বিবাহবন্ধনে। আপাতত চুটিয়ে সংসার করছেন মৌবনী। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, ৩ মেয়ের বিয়ে দিতে চান পি সি সরকার, সেই কারণেই খবরের কাগজে পাত্রের খোঁজে বিজ্ঞাপন দিয়েছিলেন যাদু সম্রাট। সেই সূত্র ধরেই বিয়ের পিঁড়িতে বসেছেন মৌবনী, তাঁর শ্বশুরবাড়ি বাড়ি চন্দননগরে। 

Continues below advertisement

সোশ্যাল মিডিয়ায় মৌবনী শেয়ার করে নিয়েছেন প্রধানমন্ত্রীর পাঠানো চিঠির প্রতিলিপি। সেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী লিখেছেন, 'মৌবনী এবং সৌম্য একসঙ্গে পথ চলা শুরু করেছে, এই পথ যেন আরও সুন্দর হয়ে উঠুক এই কামনাই করি। একে অপরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধায় জীবনকে এগিয়ে নিয়ে চলুক ওরা। সারা জীবন একসঙ্গে কাটাক, আগামী প্রজন্মকে নিয়ে ভালো থাকুক। আয়ু ১০০ বছর হোক। ভালোবাসা এবং শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য।'

এই চিঠি থেকেই জানা যায়, মৌবনী আর সৌম্যর বিয়েতে আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং। সেই খবর কার্যত জানতেন না কেউই। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নিয়ে মৌবনী লিখেছেন, 'এর থেকে আর খুশি কিছুতেই হওয়া যায় না। আমার এবং সৌম্যর বিয়ে উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভালোবাসা সহ এই বার্তা পেয়ে ভীষণ খুশি। অনেক অনেক ধন্যবাদ আমাদের আশীর্বাদ করার জন্য। আমাদের তরফ থেকে আপনাকে প্রণাম জানাই।'

Continues below advertisement

তবে বিয়ের পরেই চূড়ান্ত কটাক্ষের স্বীকার হয়েছেন মৌবনী। সোশ্যাল মিডিয়ায় মৌবনীর স্বামীর ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছিল ট্রোলিং। সৌম্যর চেহারা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট কটাক্ষ শুনতে হয়েছিল মৌবনীকে। তবে সেই সবে পাত্তা দেননি মৌবনী। তিনি স্বামীর সঙ্গে সদ্যই পাহাড়ে ঘুরে এসেছিলেন। সেখানে গিয়ে অনুরাগীরা ঘিরে ধরেছিলেন মৌবনী আর সৌম্যকে। আপাতত শ্বশুরবাড়িতেই চুটিয়ে সংসার করছেন। আগামী দিনে প্যারিস যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন জাদুকর কন্যা। অদূর ভবিষ্যতে হানিমুনে সেখানেই যাবেন তাঁরা। তবে তার আগে উত্তরবঙ্গে মিনি হানিমুন সেরে এসেছেন এই তারকা দম্পতি।

সোশ্যাল মিডিয়ায় মৌবনীর শেয়ার করা এই চিঠি এখন ভাইরাল।