খুলনা : লাগাতার হিংসায় বিধ্বস্ত বাংলাদেশ। খুলনায় এবার শ্রমিক সংগঠনের এক সিনিয়র নেতাকে মাথায় গুলি করা হল। খবর 'প্রথম আলো' সূত্রে। ছাত্র নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠনের নেতা মহম্মদ মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে। খুলনার সোনাডাঙা এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। সোমবার বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। NCP-র খুলনা মেট্রোপলিটন ইউনিটের আয়োজক সইফ নওয়াজ জানান, মোতালেব শিকদার NCP-র শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা ডিভিশনের আহ্বায়ক। খুলনায় দলের শ্রমিক সভার আয়োজন করছিলেন তিনি। যা শীঘ্রই হওয়ার কথা। সেই সময়ই ঘটনাটি ঘটে। তাঁর মাথার বাঁদিকে গুলি করে অজ্ঞাত-পরিচয় আততায়ীরা। ঘটনার পর হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। সোনাডাঙা থানার ইন্সপেক্ট অনিমেশ মণ্ডল জানান, গুলিতে আহত হওয়ার পর শিকদারকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মাথায় সিটি স্ক্যান করার জন্য সিটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়।
শেখ হাসিনা বিরোধী ছাত্র নেতার খুন ঘিরে বাংলাদেশে ফের নৈরাজ্য। হামলা হয়েছে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিস ও ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরেও। এই আবহে চট্টগ্রামের ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে ভারত। অন্যদিকে ময়মনসিংহে যুবককে খুনের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ১২।
২০২৬-এর ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে শেখ হাসিনা বিরোধী ছাত্র নেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির খুন ঘিরে নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ। হামলার চেষ্টা হয়েছে সংসদ ভবনে। শনিবার ওসমান হাদির শেষকৃত্যে শাহবাগ চত্বরে বিপুল জমায়েত হয়। হাজির ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসও। শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর উপস্থিত জনতার একাংশ জোর করে সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করেন। ভাইরাল হয়েছে সেই ভিডিও। এরই মধ্যে সামনে এসেছে দুষ্কৃতীদের নৃশংসতার আরও এক হাড় হিম করা ছবি। শনিবার লক্ষ্মীপুরে BNP নেতা বেলাল হোসেনের বাড়ির দরজায় বাইরে থেকে তালা ঝুলিয়ে, পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। সেই সময় বাড়ির সকলে ঘুমোচ্ছিলেন। আগুন দেখতে পেয়ে দরজা ভেঙে বাইরে আসেন বিএনপি নেতা। কোনওরকমে ২ সন্তানকে নিয়ে তাঁর স্ত্রীও প্রাণে বাঁচেন। কিন্তু আগুনে ঝলসে মৃত্যু হয় বিএনপি নেতার ৭ বছরের মেয়ের । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বিএনপি নেতা ও তাঁর আরও ২ সন্তান।
বাংলাদেশে অশান্তির আবহে নতুন করে মাথাচাড়া দিয়েছে ভারত বিরোধী জিগির। ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে পাথরবৃষ্টির পাশাপাশি চট্টগ্রামেও হামলার মুখে পড়েছে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিস। এরপরই রবিবার চট্টগ্রামের ভিসা সেন্টার বন্ধ করে দেয় ভারত। এই পরিস্থিতিতে সিলেটে ভারতের অ্যাসিস্ট্য়ান্ট হাই কমিশন অফিস ও ভিসা সেন্টারেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভিসা সেন্টারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নিরাপত্তার কারণে রবিবার থেকে চট্টগ্রামের অফিসে ভিসা সংক্রান্ত কাজ পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি খতিয়ে দেখে ভিসা সেন্টার খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশে ফের হিন্দুদের ওপরেও শুরু হয়েছে অত্যাচার। ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। মৌলবাদীদের হাত থেকে রেহাই পায়নি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভও! বাংলাদেশের সংবাদপত্র ডেলি স্টার ও প্রথম আলোর অফিসে ভাঙচুর করে, আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে রবিবার তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার।