সলমন খানের সুপারিশ নয়, নিজেরে ট্যালেন্টেই 'গোল্ড'-এ সুযোগ পেয়েছেন মৌনী রায়
গত ১০ বছর ধরে অনেকগুলি জনপ্রিয় টেলি সিরিয়ালের অভিনেত্রী ছিলেন তিনি। এরপরই বলিউডে অভিষেকের সুযোগ পেলেন তিনি।
২০০৭-এ মৌনী টেলিভিশন দুনিয়ায় আত্মপ্রকাশ করেন।
রিতেশ আরও জানিয়েছেন, গোল্ড-এ অক্ষয় কুমারের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করবেন মৌনী। সিনেমার শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে। আগামী বছর আগস্টে সিনেমাটি মুক্তি পাবে।
রিতেশ বলেছেন, তিনি, ফারহান আখতার ও সীমা মৌনীর অডিশন দেখে তাঁকে সিনেমার জন্য বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কারুর সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি।
রিতেশ বলেছেন, অন্যদের মতো মৌনীও অডিশন দিয়েছিল। ওর অডিশন দুর্দান্ত হয়েছিল।
টিভি সিরিয়াল 'নাগিন ২' খ্যাত অভিনেত্রী মৌনী রায়ের অক্ষয় কুমারের সঙ্গে 'গোল্ড' সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটতে চলেছে। এতদিন পর্যন্ত জল্পনা চলছিল যে, বলিউড তারকা সলমন খানের সুপারিশেই মৌনী রায় বলিউডে তাঁর প্রথম সিনেমায় সুযোগ পেয়েছেন। কিন্তু গোল্ড-এর প্রযোজক এই জল্পনা সরাসরি নাকচ করে দিয়েছেন।
সিনেমার প্রযোজক রিতেশ সিধওয়ানি ওয়েব সিরিজ ইনসাইড এজ এর সাকসেস পার্টি চলাকালে বলেছেন, নিজের প্রতিভার জোরেই গোল্ড সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন মৌনী। এরজন্য কারুর সুপারিশের প্রয়োজন হয়নি। কারুর সুপারিশে মৌনী সিনেমায় সুযোগ পেয়েছেন, এমন বললে তো তাঁর প্রতিভাকেই খাটো করা হয়।