মুম্বই: নিরাপত্তারক্ষীদের না নিয়েই একটি সিনেমা হলে গিয়েছিলেন অভিনেত্রী মৌনী রায়। বেরনোর সময় তাঁকে ঘিরে ধরেন অনুরাগীরা। সবাই ছবি তোলার আবদার করতে থাকেন। ভিড় ঠেলে বেরোতে পারছিলেন না এই অভিনেত্রী। সেই সময় তাঁর হাত ধরে সেখান থেকে বার করে নিয়ে যান বন্ধু ঈশা গুপ্ত। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়েছে। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌনী অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছেন। ছবিটি ১০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। মৌনীর অভিনয় প্রশংসিত হয়েছে। তাঁর জনপ্রিয়তাও বেড়ে গিয়েছে।