রুদ্রসাগরে ঐতিহ্যবাহী নৌচালনা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন বিপ্লব। তিনি বলেছেন, ‘আমি ৫০,০০০ হাঁস বিলি করব। এই হাঁসগুলি যখন নীরমহল হ্রদে সাঁতার কেটে বেড়াবে, তখন সুন্দর দেখতে লাগবে। এতে শুধু এই হ্রদের সৌন্দর্যই বাড়বে না, জলে অক্সিজেনের মাত্রা বাড়বে এবং জল পুনর্ব্যবহারযোগ্যও হয়ে উঠবে।’ ‘সাঁতার কাটলে জলে অক্সিজেনের মাত্রা বাড়ে’, ৫০ হাজার হাঁস বিলি করবেন বিপ্লব দেব
Web Desk, ABP Ananda | 29 Aug 2018 02:24 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
আগরতলা: ফের বিতর্কিত মন্তব্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাঁর নয়া দাবি, হাঁস সাঁতার কাটলে জলে অক্সিজেনের মাত্রা বাড়ে। এছাড়া জল পরিশুদ্ধও হয়ে যায়। সেই কারণে ত্রিপুরার গ্রামগুলির বাসিন্দাদের মধ্যে ৫০,০০০ হাঁস বিলি করবেন বলে জানিয়েছেন বিপ্লব।