সম্প্রতি ইনস্টাগ্রামে অভিনেত্রী মৌনি রায় সুশান্তের কিছু পুরনো ছবি শেয়ার করে নিলেন। ছবিগুলিতে সুশান্তের সঙ্গে আছেন তাঁর প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে, মৌনি রায় সহ অনেকে। সুশান্তের এই হাসিখুশি ছবিগুলি দেখলে, যে কারও মন কেমন করবে। বিনোদন জগতের অনেকেই ছবিগুলি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন।
কমেন্ট করেছেন, অভিনেত্রী হিনা খান, ডিজাইনার কেন ফার্ন সহ অনেকে।
মৌনি ও সুশান্ত একসঙ্গে কাজ না করলেও, তাঁদের বন্ধুত্ব ছিল ভালই। সুশান্ত চলে যাওয়ার পর মৌনি লিখেছিলেন, 'অবিশ্বাস্য...স্তম্ভিত'।
সুশান্ত টেলি সিরিয়ালে যথেষ্ট জনপ্রিয় মুখ ছিলেন। 'পবিত্র রিস্তা' থেকে 'কিস দেশমে হ্যায় মেরা দিল'...সবেতেই নজর কাড়েন সুশান্ত। তাঁর সঙ্গে অঙ্কিতার সম্পর্কেরর রসায়নও টেলিভিশন শুটিং ফ্লোর থেকেই।
টেলিভিশন জগতেও তাই সুশান্তের অনেক পুরনো বন্ধু। মৌনির পোস্ট সেই স্মৃতিই ফিরিয়ে দিল।