মৌনী রায় আটকে রয়েছেন আবু ধাবিতে! বললেন, 'পরিবারকে বড্ড মনে পড়ছে'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jul 2020 09:47 AM (IST)
লকডাউনে আবু ধাবিতে বন্ধুর বাড়িতে আটকে পড়েছেন অভিনেত্রী মৌনী রায়। লকডাউনের জেরে দীর্ঘ সময় পরিবার থেকে আলাদা, কিন্তু তাঁর মন পড়ে রয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহারের বাড়িতে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মৌনীর ছবি। ভক্তরা সব লুকেই পছন্দ করেন তাঁকে।
NEXT
PREV
মুম্বই: বাগে আসছে না কোভিড সংক্রমণ। উপরন্তু একাধিক জায়গায় লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার। নিয়মের কড়াকড়ির জেরে এখনও আন্তর্জাতিক উড়ানের মতো একাধিক পরিষেবা চালু হওয়া বিশ বাঁও জলে। লকডাউনে আবু ধাবিতে বন্ধুর বাড়িতে আটকে পড়েছেন অভিনেত্রী মৌনী রায়। লকডাউনের জেরে দীর্ঘ সময় পরিবার থেকে আলাদা, কিন্তু তাঁর মন পড়ে রয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহারের বাড়িতে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে মৌনী বলেন, 'আমার এখানে থাকতে ভালোই লাগছে। আমার এই বন্ধুর সঙ্গে আমি ছোট থেকে বড় হয়েছি। ওর পরিবারও আমার খুব কাছের। তাই সবার সাহচর্য্যে আমার ভালো সময় কাটছে। কিন্তু আমার মা আর ভাইকে খুব বেশি মনে পড়ছে। ওঁরা কোচবিহারে আমার গ্রামের বাড়িতে রয়েছেন। আমি ভারতে ফেরার জন্য উন্মুখ হয়ে রয়েছি। তবে এখনও ফেরার দিন ঠিক করে উঠতে পারিনি।'
কিছুদিন আগেই পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন মৌনীর মা। সেই সময়ও বাড়ি ফেরার জন্য উতলা হয়েছিলেন মৌনী। কিন্তু সেবারেও বাধ সেধেছিল আন্তর্জাতিক বিমান পরিষেবা। তখন জানিয়েছিলেন, পরিবার সেই বিপদ সামলে নিয়েছিল। আর নিয়মিত যোগাযোগ তো রেখেইছিলেন মৌনী।
মৌনী আরও জানালেন, 'লকডাউন চলাকালীন আমি একেবারে ঘরে বন্দি ছিলাম বললেই চলে। আমার বন্ধুর সঙ্গে ওর মা-বাবাও থাকেন। ওর দুটো ছোট ছেলেও রয়েছে। আমি ওদের সবাইকে বিপদের মধ্যে ফেলতে চাইনা। আমি মাত্র কয়েকবার অত্যাবশ্যকীয় কিছু জিনিস কিনতে বাইরে বেরিয়েছিলাম।' জানা গেল, বাড়িতে বসে অনলাইনে ভগবত গীতার ক্লাস করে সময় কাটাচ্ছেন মৌনী।
২০০৬ সালে 'কিঁউকি সাঁস ভি কভি বহু থি'-র হাত ঘরে শুরু হয়েছিল মৌনীর কেরিয়ার। এরপর 'নাগিন', 'দেব কে দেব মহাদেব' ধারাবাহিকে অভিনয় করেছেন মৌনী। 'গোল্ড' ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করে প্রথম বলিউডে ডেবিউ করেন মৌনী। আগামীতে অমিতাভ, রণবীর, আলিয়ার মাল্টি স্টারকাস্ট ছবি 'ব্রহ্মাস্ত্র'-তে অভিনয় করতে দেখা যাবে মৌনীকে।
মুম্বই: বাগে আসছে না কোভিড সংক্রমণ। উপরন্তু একাধিক জায়গায় লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার। নিয়মের কড়াকড়ির জেরে এখনও আন্তর্জাতিক উড়ানের মতো একাধিক পরিষেবা চালু হওয়া বিশ বাঁও জলে। লকডাউনে আবু ধাবিতে বন্ধুর বাড়িতে আটকে পড়েছেন অভিনেত্রী মৌনী রায়। লকডাউনের জেরে দীর্ঘ সময় পরিবার থেকে আলাদা, কিন্তু তাঁর মন পড়ে রয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহারের বাড়িতে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে মৌনী বলেন, 'আমার এখানে থাকতে ভালোই লাগছে। আমার এই বন্ধুর সঙ্গে আমি ছোট থেকে বড় হয়েছি। ওর পরিবারও আমার খুব কাছের। তাই সবার সাহচর্য্যে আমার ভালো সময় কাটছে। কিন্তু আমার মা আর ভাইকে খুব বেশি মনে পড়ছে। ওঁরা কোচবিহারে আমার গ্রামের বাড়িতে রয়েছেন। আমি ভারতে ফেরার জন্য উন্মুখ হয়ে রয়েছি। তবে এখনও ফেরার দিন ঠিক করে উঠতে পারিনি।'
কিছুদিন আগেই পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন মৌনীর মা। সেই সময়ও বাড়ি ফেরার জন্য উতলা হয়েছিলেন মৌনী। কিন্তু সেবারেও বাধ সেধেছিল আন্তর্জাতিক বিমান পরিষেবা। তখন জানিয়েছিলেন, পরিবার সেই বিপদ সামলে নিয়েছিল। আর নিয়মিত যোগাযোগ তো রেখেইছিলেন মৌনী।
মৌনী আরও জানালেন, 'লকডাউন চলাকালীন আমি একেবারে ঘরে বন্দি ছিলাম বললেই চলে। আমার বন্ধুর সঙ্গে ওর মা-বাবাও থাকেন। ওর দুটো ছোট ছেলেও রয়েছে। আমি ওদের সবাইকে বিপদের মধ্যে ফেলতে চাইনা। আমি মাত্র কয়েকবার অত্যাবশ্যকীয় কিছু জিনিস কিনতে বাইরে বেরিয়েছিলাম।' জানা গেল, বাড়িতে বসে অনলাইনে ভগবত গীতার ক্লাস করে সময় কাটাচ্ছেন মৌনী।
২০০৬ সালে 'কিঁউকি সাঁস ভি কভি বহু থি'-র হাত ঘরে শুরু হয়েছিল মৌনীর কেরিয়ার। এরপর 'নাগিন', 'দেব কে দেব মহাদেব' ধারাবাহিকে অভিনয় করেছেন মৌনী। 'গোল্ড' ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করে প্রথম বলিউডে ডেবিউ করেন মৌনী। আগামীতে অমিতাভ, রণবীর, আলিয়ার মাল্টি স্টারকাস্ট ছবি 'ব্রহ্মাস্ত্র'-তে অভিনয় করতে দেখা যাবে মৌনীকে।
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -