কলকাতা: গোটা অগাস্ট জুড়ে মুক্তি পাচ্ছে একগুচ্ছ নতুন ছবি। এর মধ্যে যেমন রয়েছে হিন্দি ছবি, তেমনই রয়েছে টলিউডের বাংলা ছবিও। কোনও ছবির মধ্যে রয়েছে দেশাত্মবোধের ছায়া, আবার কোথাও রয়েছে কুসংস্কারের বিরুদ্ধে কড়া বার্তা। গোটা অগাস্ট জুড়ে পর্দায় ও ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে কী কী ছবি, দেখে নিন এক ঝলকে।


লাল সিং চড্ডা


দীর্ঘদিনের অপেক্ষার পরে পর্দায় মুক্তি পাবে আমির খান-করিনা কপূর (Amir Khan and Kareena Kapoor) অভিনীত ছবি 'লাল সিং চড্ডা' (Laal Singh Chadda)। করোনাক কারণে বার বার পিছিয়ে গিয়েছিল এই ছবির কাজ। এটিই প্রথম ছবি আইপিএল-এর মঞ্চে যার প্রচার করা হয়েছিল। ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। 


টিকু ওয়েডস শেরু


কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) প্রযোজিত 'টিকু ওয়েডস শেরু' মুক্তি পেতে চলেছে অ্যামাজন প্রাইমে (Amazon Prime)। নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) ও অভনীত কৌর (Avneet Kaur) অভিনীত এই ছবি ৯ অগাস্ট মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে। 


লক্ষ্মী ছেলে


কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত নতুন ছবি 'লক্ষ্মী ছেলে' ২৫ অগাস্ট মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে প্রশ্ন তুলবে এই ছবি। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন কৌশিক পুত্র উজান গঙ্গোপাধ্যায়। উইন্ডোজ প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাচ্ছে এই ছবি।


আরও পড়ুন: Shimanto: সীমান্তের অশান্তির প্রেক্ষাপটে টানটান থ্রিলার, মুক্তি পেল পায়েল, সাহেব, রণজয়ের ছবির টিজার 


বিসমিল্লা


ইন্দ্রদীপ দাশগুপ্তের তৃতীয় ছবি 'বিসমিল্লা'-র অফিসিয়াল পোস্টার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। ১৯ অগাস্ট অর্থাৎ জন্মাষ্টমীর সময় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। 'বিসমিল্লা' ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋদ্ধি সেন (Riddhi Sen), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly), অপরাজিতা আঢ্য (Aparajita Addhya) ও গৌরব চক্রবর্তীকে (Gaurav Chakraborty)। এই প্রথম শুভশ্রীর বিপরীতে জুটি হিসেবে দেখা যাবে ঋদ্ধিকে। এই ছবির প্রযোজনায় রয়েছেন কলাইডারস্কোপ সংস্থা। গানের দায়িত্বে রয়েছেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), অরিজিৎ সিং (Arijit Singh) ও অন্যান্যরা। 


 রক্ষা বন্ধন


এই বছর অক্ষয় কুমার (Akshay Kumar)-এর একাধিক ছবি মুক্তি পাচ্ছে। এই তাঁর তৃতীয় ছবি  রক্ষা বন্ধন মুক্তি পাবে আগামী ১১ অগাস্ট। অক্ষয় ছাড়াও এই ছবিতে রয়েছেন ভূমি পেডনেকর (Bhumi Pednekar)। কমেডি ড্রামার এই ছবির দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকেরা।