Mahindra electric SUV: টাটাকে টক্কর দিতে ৫টি নতুন ইভি আনছে মহিন্দ্রা, ১৫ অগাস্ট দেখা যেতে পারে মডেল

Mahindra's New Project: ইলেকট্রিক গাড়ির যুদ্ধে টাটাকে কড়া টক্কর দিতে বড় উদ্যোগ নিয়েছে মহিন্দ্রা। জেন নিন, কী আনছে কোম্পানি।

Continues below advertisement

Mahindra's New Project: ইলেকট্রিক গাড়ির যুদ্ধে টাটাকে কড়া টক্কর দিতে বড় উদ্যোগ নিয়েছে মহিন্দ্রা। ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (BII)-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে তৈরি করা হবে এই বৈদ্যুতিক গাড়িগুলি। সূত্রের খবর, মহিন্দ্রা ও বিআইআই এই চুক্তি অনুযায়ী দুজনেই ১৯২৫ কোটি টাকা করে বিনিয়োগ করবে। 

Continues below advertisement

Mahindra electric SUV: কবে আসবে এই গাড়িগুলি ?
সম্পূর্ণ বৈদ্যুতিক এসইউভি তৈরি করতে এই নতুন প্লাটফর্ম নিয়ে এসেছে মহিন্দ্রা। আগামী ১৫ অগাস্ট তাদের একটি নয়, পাঁচটি গাড়ি প্রদর্শন করবে মহিন্দ্রা। এরমধ্যে প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক এসইউভি হবে XUV400। যা এই বছরের শেষের দিকে আসবে। তবে প্রিমিয়াম গাড়ি ছাড়াও বিভিন্ন শ্রেণির এসইউভি নিয়ে আসতে চলেছে কোম্পানি। সেই ক্ষেত্রে চার্জিং পয়েন্টের জন্য ভবিষ্যতে আলাদা পয়েন্ট স্টেশনও খুলতে পারে কোম্পানি।

Mahindra's New Project: সামনে এসেছে ছবি
কিছুদিন আগেই মহিন্দ্রার এই ইলেকট্রিক এসইউভির কিছু ছবি ফাঁস হয়েছে। যাতে দেখা যাচ্ছে, টাটা ছাড়াও বিদেশের ইলেকট্রিক গাড়িগুলিকে চ্যালেঞ্জ জানাবে এই ই-ভেহিক্যালগুলি। প্রথম থেকেই এই গাড়িগুলিকে ইভি হিসাবেই তৈরির পরিকল্পনা করেছিল মহিন্দ্রা। সেই কারণে এর নকশায় পুরোপুরি ইলেকট্রিক গাড়ির ছাপ পাবেন।

Mahindra electric SUV: ইলেকট্রিক কুপে আনতে পারে কোম্পানি
শোনা যাচ্ছে এই পাঁচটি ইলেকট্রিক এসইউভিতে সম্পূর্ণ আলাদা নকশা দেবে মহিন্দ্রা। যার মধ্যে সবথেকে বেশি আগ্রহ থাকবে XUV700 ঘিরে। কুপের নকশার ওপর ভিত্তি করে তৈরি হবে এই গাড়ি। অন্য গাড়িগুলি আকারে ছোট হওয়ার সম্ভাবনা বেশি। আরও সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক কমপ্যাক্ট এসইউভি হিসাবেই এই গাড়গুলিকে ভারতের বাজারে লঞ্চ করা হবে। কয়েক মাস আগেই সি-আকৃতির হেডল্যাম্পের কিছু কনসেপ্ট কারের ছবি প্রকাশ করেছিল মহিন্দ্রা। আসন্ন এই গাড়িগুলির মধ্যে e2o ও e2o প্লাস থাকতে পারে। মূলত, টাটার নেক্সন ইভির জনপ্রিয়তার কথা মাথায় রেখেই একের পর এক ইলেকট্রিক এসইউভি আসছে দেশের বাজারে।

 

আরও পড়ুন : Hero XPulse Rally Edition: হিরো আনল এক্সপালস র‍্যালি এডিশন, পাবেন আরও অনেক বৈশিষ্ট্য, দাম কত ?

Continues below advertisement
Sponsored Links by Taboola