নয়াদিল্লি: ২০২২ সালের অক্টোবর মাস, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির (Indian Film Industry) জন্য বেশ ভাল সময়। লক্ষ্মীলাভের প্রবল সম্ভাবনা রয়েছে এই সময়। কারণ এই মাসে মুক্তি পাচ্ছে একাধিক বড় বাজেটের ছবি। চিরঞ্জীবি (Chiranjeevi), নয়নতারা (Nayanthara) অভিনীত 'গডফাদার' (Godfather) ছবির মুক্ত পাওয়ার কথা। সেই সঙ্গে মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna) অভিনীত 'গুডবাই' (Good Bye)। এছাড়া 'রাম সেতু', 'থ্যাঙ্ক গড' ইত্যাদির মতো একাধিক বহু প্রতীক্ষিত ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। তার ওপর দীপাবলির সময়ে ছবির ফল নিয়ে আশাবাদী নির্মাতারা।
কবে কোন ছবি মুক্তি পাচ্ছে?
এই শুক্রবার, ১৪ অক্টোবর, অর্থাৎ আজ দেশজুড়ে মুক্তি পাচ্ছে রেকর্ড সংখ্যক ছবি। আজ মোট ৬১টি ছবি মুক্তি পেল। একাধিক ভাষায় একাধিক ছবি মুক্তি পেয়েছে।
হিন্দিতে 'ডক্টর জি', 'কোড নেম তিরঙ্গা', 'মোদি জি কি বেটি' থেকে শুরু করে অস্কারে মনোনীত 'চেলো শো' থেকে 'কান্তারা'র হিন্দি সংস্করণ, এই সব ছবি আজই বড়পর্দায় মুক্তি পেয়েছে।
এই সমস্ত বিগ বাজেট ছবি ছাড়াও আজ গোটা দেশজুড়ে অজস্র তেলুগু, তামিল, কন্নড়, মারাঠি, নেপালি, ওড়িয়া, বাংলা ছবি মুক্তি পেয়েছে। 'সিনেমা রেয়ার'-এর ট্যুইটার হ্যান্ডলে প্রকাশ করা হয়েছে গোটা তালিকা।
আরও পড়ুন: Code Name Tiranga Review: পরিণীতি চোপড়া 'কোড নেম তিরঙ্গা'র একমাত্র বিশেষত্ব, কিন্তু গল্প কোথায়?