বিনোদন ডেস্ক, এবিপি আনন্দ: শুক্রবার ভুট সিলেক্টে মুক্তি পেয়েছে ছয় পর্বের সিরিজ 'লন্ডন ফাইলস' (London Files)। সিরিজটির কাহিনির শুরুতে দেখা যায় ১৪ বছরের সন্তান যশের জন্য সারপ্রাইজ বার্থডে পার্টির পরিকল্পনা করেছেন ওম এবং তাঁর স্ত্রী। ওমের চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল (Arjun Rampal)। স্কুল থেকে ফেরত এসে যশ কেক কাটবে বলে লন্ডনের প্রতিবেশী ও বন্ধুদের নিমন্ত্রণ করেন দম্পতি। কিন্তু যশ ফেরে না। যশের স্কুল থেকে আসে একটা ফোন। আর তাতেই ওলোটপালোট হয়ে যায় সবকিছু। 


'লন্ডন ফাইলস' ছবির প্রেক্ষাপট-


ইংল্যান্ডের অভিবাসন আইন বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে গল্প এগোতে থাকে। এই প্রেক্ষাপটেই দেখা যায় অমর রায়, অর্থাৎ পূরব কোহলির মেয়ে মায়া কুইনস কলেজের ছাত্রী। যে নিরুদ্দেশ হওয়ার পর ওম তদন্ত শুরু করেন। মায়া জানতে পেরেছিল তার বাবা একাধিক মহিলাকে যৌন নির্যাতন করেন। তার বন্ধুও একজন নির্যাতিতা। আদালতের বাইরে টাকা দিয়ে সবার মুখ বন্ধ করেছে অমর। এদিকে ওমেরও একটা অন্ধকার অতীত আছে এই সিরিজে।  মায়ার হস্টেল রুমের ওয়ালপেপারের নীচে চাপা পড়ে থাকা কিছু লেখা ওমের ছেলে যশ জেলের মধ্যে বার বার তার সামনে আওড়াতে থাকে। যশের স্কুলে গুলি করে সহপাঠীদের মেরে ফেলা আর মায়ার হারিয়ে যাওয়া, এই দুইয়ের মধ্যে যোগ আছে বলে মনে হয় ওমের। ইতিমধ্যে মায়াকে খুনের দায়ে তার বাবা অমর রায়কে পুলিশ গ্রেফতার করে। জেলে অমর রায়ের সঙ্গে ওম দেখা করতে যায়। ইংল্যান্ডের অভিবাসন আইনের বিরোধিতার নেতৃত্ব দিতে থাকেন একটি কাল্টের নেতা। তিনি সাধারণ খেটে খাওয়া মানুষের আবেগ আর অস্তিত্ব সঙ্কটকে হাতিয়ার করে দেশে অরাজকতা তৈরি করতে চান।


আরও পড়ুন - Indian Police Force: সিদ্ধার্থ মলহোত্রর পর রোহিত শেট্টির 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এ যোগ দিলেন এই নায়িকা


অর্জুন রামপালের দক্ষ অভিনয়-


সিরিজটির গল্পের বুনন, সাসপেন্সফুল মুহূর্ত নিখুঁতভাবে বোনা হয়েছে। দর্শকদের মধ্যে যাঁরা নেটফ্লিক্সে ক্যাওস টেরোরিজমের সিরিজ 'মসিহা' দেখেছেন, সেই সিরিজটির কথা 'লন্ডন ফাইলস' দেখতে গিয়ে মনে পড়বেই পড়বে। শেষে চিরাচরিত বলিউডি ফর্মুলা মেনে অর্জুন রামপাল হিরো হয়ে যান। সব ঠিক হয়ে যাওয়ার মধ্যে দিয়ে নটে গাছটি মোড়ানো হলেও, শুরুতে এই সিরিজে যতটা সম্ভাবনা ছিল শেষে গিয়ে তা হতাশ করলেও করতে পারে। তবে গোটা সিরিজে অর্জুন রামপালের অভিনয় দর্শকদের মুগ্ধ করবেই। পূরব কোহলির স্ক্রিনটাইম তাঁর অনুরাগীদের হতাশ করতেও পারে। 'লন্ডন ফাইলস' কিছু প্রশ্ন তোলে যার অতিসরল উত্তর প্রশ্নের গুরুত্ব কম করে দেয়। তবে বলাই যায় অর্জুন রামপালের অভিনয় এতটাই বড় প্রাপ্তি যে এই সমস্ত দুর্বলতা থাকা সত্ত্বেও দর্শকদের অনেকদিন মনে থেকে যাবে এই লিমিটেড সিরিজটি।