এই ভিডিওটি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে নেটে। মিমির থেকেও বেশি নজর কাড়ছে তাঁর আদরের কৃতী। একরত্তির সঙ্গে Mimi-র আদর-খুনসুটির ভিডিও ভাইরাল, কে এই কন্যা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Nov 2020 12:57 PM (IST)
মিমির সঙ্গে দিব্যি খুনসুটি করছে সে। সদ্য ওঠা দাঁতে মিষ্টি মিষ্টি হাসছেও। কে এই কচিটি?
জলপাইগুড়ি: বেশ কিছুদিন হল জলপাইগুড়িতে নিজের বাড়িতে পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে তার ঝলক। কখনও পাড়ার কালীপুজোয়, কখনও বাড়িতে আলোর উৎসবে যোগ দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন যাদবপুরের সাংসদ। এবার তিনি শেয়ার করলেন একরত্তি এক শিশুর সঙ্গে এক আদর-মাখা ছবি। মিমির সঙ্গে দিব্যি খুনসুটি করছে সে। সদ্য ওঠা দাঁতে মিষ্টি মিষ্টি হাসছেও। এই কচিটি আসলে মিমি চক্রবর্তীর দিদির কন্যা কৃতী। মাসির সঙ্গে তার খুউব ভাব। দেখুন ভিডিওটি .....