ছবির নাম 'অসুর', সাংসদ হওয়ার পর ফের রূপোলি পর্দায় নুসরত
রুপোলি পর্দা থেকে সংসদ ভবনে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। এরপর আরও একবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ার ফিরছেন তিনি। নতুন একটি সিনেমার জন্য সই করেছেন তিনি। সাংসদ হওয়ার পর এটাই হবে তাঁর প্রথম সিনেমা। (Photo Credit: @nusratchirps)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওই সিনেমা মুক্তি পেতে অবশ্য কিছুদিন সময় লাগবে। সাংসদ হওয়া এবং বিয়ের পর তাঁকে বড় পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। (Photo Credit: @nusratchirps)
তাঁর আসন্ন এই সিনেমা সম্পর্কে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন নুসরত। (Photo Credit: @nusratchirps)
পরিচালক পাভেল জানিয়েছেন, ‘অসুর’ সিনেমার কাহিনী তিন বন্ধুকে নিয়ে। সিনেমায় নুসরতের সঙ্গে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় ও জিৎকেও।(Photo Credit: @nusratchirps)
গত ১৯ জুন নুসরত ও নিখিল জৈনের বিয়ে হয়েছিল। তুরস্কের রাজধানী ইস্তানবুলে তাঁদের বিয়ে হয়েছিল। বিয়ের পর কলকাতায় হয়েছিল জমকালো রিসেপশন।(Photo Credit: @nusratchirps)
সাংসদ নুসরতের ব্যস্ত সময়সূচীর কারণে সমস্যা হবে কিনা, এই প্রশ্নের উত্তরে পরিচালক বলেছেন, নুসরত পেশাদার ও দায়িত্ববান। তিনি জিৎ ও আবিরের সঙ্গে খুব ভালোভাবে নিজের চরিত্র পর্দায় তুলে ধরবেন।(Photo Credit: @nusratchirps)
বিয়ের পর নুসরত তাঁর স্বামী নিখিল জৈনের সঙ্গে মালদ্বীপে হনিমুনে গিয়েছিলেন। সেখানকার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। (Photo Credit: @nusratchirps)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -