কলকাতা: বহু প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত 'পদাতিক' ছবির টিজার ('Padatik' Teaser Out)। মৃণাল সেনের  (Mrinal Sen) ভূমিকায় যখন প্রথম প্রকাশ্যে এসেছিল তারকা অভিনেতা চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) লুক, রীতিমতো সাড়া ফেলে তা। এবার সেই ছবির ঝলক এল প্রকাশ্যে। সাদাকালো ও রঙিনের মিশেলে কতটা নজর কাড়ল ঝলক?


প্রকাশ্যে 'পদাতিক' ছবির টিজার


একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকের মন জয় করার পর অবশেষে সাধারণ মানুষের জন্য প্রেক্ষাগৃহে হাজির হতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের 'পদাতিক'। প্রচার প্রক্রিয়া শুরু হল ছবির টিজার প্রকাশের মধ্যে দিয়ে। মঙ্গলবার নন্দনে 'ফ্রেন্ডস কমিউনিকেশন'-এর তরফে প্রকাশ্যে আনা হল ছবির টিজার। হাজির ছিল গোটা 'পদাতিক' টিম। ছিলেন বাংলাদেশের তারকা অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মনামী ঘোষ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, প্রযোজক ফিরদৌসুল হাসান। 


বাংলার চলচ্চিত্র দুনিয়ার কালজয়ী পরিচালকদের অন্যতম, শ্রদ্ধাশীল চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষ্যে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ছবি তৈরি করছেন সৃজিত। মুখ্য ভূমিকায় অর্থাৎ মৃণাল সেনের ভূমিকায় দেখা যাবে চঞ্চলকে। তাঁর স্ত্রী, গীতা সেনের চরিত্রে দেখা যাবে মনামী ঘোষকে। টিজারে মিলল সাদাকালো সময়ের ঝলক। মৃণাল সেনের সিনেমা তৈরির অনুপ্রেরণা, সময়কাল, সবটাই উঠে এল কয়েক ঝলকে।


 



এই ছবি নিয়ে পরিচালক সৃজিত বলেন, 'কালজয়ী পরিচালক মৃণাল সেনের জীবন ও প্রায় ৭০ বছরব্যাপী সময়কালের ওপর নির্ভর করে একটি জীবনীমূলক কাজ। এখানে মৃণাল সেনের কাজ, সিনেমার ওপর তাঁর প্রবন্ধ, স্ত্রী-পুত্রের সঙ্গে তাঁর সম্পর্ক, সহকর্মীদের সঙ্গে বিশেষত সত্যজিৎ রায়ের তাঁর সম্পর্ক, এবং অবশ্যই তাঁর ছবির রাজনীতি এবং তাঁর আশেপাশের টালমাটাল সময় নিয়ে তাঁর প্রতিক্রিয়া সবটাই তুলে ধরা হয়েছে। 'পদাতিক' তৈরির ক্ষেত্রেও মৃণাল সেনের সূক্ষ্ম সিনেম্যাটিক শৈলী অনুসরণ করে 'জাম্প কাটস', 'ফ্রিজ', ক্যামেরার চালনা, স্টিল ও যে সমস্ত ফুটেজ পাওয়া গেছে তাই দিয়ে তৈরি। কালজয়ী পরিচালকের জন্মশতবর্ষে বিনম্র শ্রদ্ধা হিসেবে তৈরি 'পদাতিক'।'


আরও পড়ুন: 'Pherari Mon': অবিকল অগ্নি! ভোলাকে দেখে উন্মত্তের মতো খুঁজতে শুরু করে তুলসি, তারপর?


প্রযোজকের কথায়, 'এর আগে 'ফ্রেন্ডস কমিউনিকেশন' সত্যজিৎ রায়ের ওপর তৈরি কাল্পনিক জীবনী 'অপরাজিত', লেখিকা মহাশ্বেতা দেবীর ওপর 'মহানন্দা'র মতো ছবি প্রযোজনা করেছে। আমরা প্যাশন নিয়ে কাজ করি, এবং সবসময় সেটা অর্থ উপার্জনের জন্য নয়। সিনেমা আমাদের পরিচয়, আমরা সংরক্ষণযোগ্য ভাল মানের ছবি বানাই। আমার জন্য, সিনেমা শুধুই বিনোদন নয়, বরং শিল্প ও সংস্কৃতি। এই ছবিতে দর্শক চোখের সামনে মৃণাল সেনের লড়াই, তাঁর জীবন, তাঁর দর্শন, সিনেমার প্রতি তাঁর দৃষ্টিকোণ, তাঁর কঠিন সময়, সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটকের সঙ্গে সম্পর্ক সবটাই দেখতে পাবেন। সেই সময়কালটাকে আমরা তৈরি করেছি, যেখানে দর্শক টাইম মেশিনে করে ফেরত যেতে পারবেন এবং সেই সময়টা কেমন ছিল দেখতে পারবেন।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।