Recruitment News: ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ সংস্থায় চাকরির সুযোগ। ঠিক চাকরি নয়, বলা ভাল গবেষণার সুযোগ। ভাল অঙ্কের বৃত্তি মিলবে এই গবেষণায়। মূলত সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতে হবে NCERT সংস্থায়। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। খুব বেশি শূন্যপদ নেই, তাই আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তি ভাল করে পড়ে নিয়ে আবেদন (NCERT Jobs) করতে পারেন। দেখে নিন কত শূন্যপদ আছে, রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগের জন্য কী যোগ্যতা লাগবে ইত্যাদি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বলে রাখা দরকার, এই সংস্থায় নিয়োগের ক্ষেত্রে এবারে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না।


শূন্যপদ


সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের। এজন্য NCERT সংস্থায় শূন্যপদ আছে মাত্র ৪টি। অর্থাৎ আগ্রহী প্রার্থীদের মধ্যে কেবল ৪ জনই সুযোগ পাবেন।


বয়সসীমা


NCERT সংস্থায় রিসার্চ অ্যাসোসিয়েট (NCERT Jobs) হিসেবে কাজের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।


কাজের মেয়াদ


এই রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে NCERT সংস্থায় নিযুক্ত হলে আগামী ২০২৫ সালের ৩১ মার্চ তারিখ পর্যন্ত কাজের সুযোগ পাবেন নির্বাচিত প্রার্থীরা।


বেতন কত হবে


গবেষণার ক্ষেত্রে বেতন হয় না, বৃত্তি থাকে। NCERT সংস্থার কাজের ক্ষেত্রেও এই বৃত্তির ব্যবস্থা আছে। নেট বা পিএইচডি প্রার্থীদের জন্য মাসিক ৩৫ হাজার টাকা বৃত্তি (NCERT Jobs) দেওয়া হবে নির্বাচিত গবেষকদের।


কী যোগ্যতা লাগবে


মূলত এখানে পদার্থবিদ্যা, জীববিদ্যা, রসায়ন ও গণিত এই চারটি বিষয়ের উপর গবেষণাএ সুযোগ রয়েছে। প্রতিটি বিষয়ের জন্য পৃথক পৃথক যোগ্যতার মাপকাঠি রয়েছে। তবে প্রতিটি বিষয়েই প্রার্থীকে NET পাশ করে থাকতে হবে এবং ন্যূনতম ২ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। প্রতিটি বিষয়ে স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে। কম্পিউটারে জ্ঞান থাকতে হবে ভালমত।


কীভাবে নির্বাচন করা হবে


এক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা হবে না। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই হবে প্রার্থী নির্বাচন। আগামী ২৪ মে এবং ২৭ মে হবে এই ইন্টারভিউ (NCERT Jobs)। নয়াদিল্লির নির্ধারিত ঠিকানায় হবে এই ইন্টারভিউ। সকাল ১১টায় ইন্টারভিউ শুরু হবে তাঁর আগে সকাল ৯টা থেকে শুরু হবে রেজিস্ট্রেশন। আগে থেকে আবেদন করতে হবে না অনলাইনে, সমস্ত নথি নিয়ে নির্দিষ্ট সময়ে এসে উপস্থিত হতে হবে এবং রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে।


আরও পড়ুন: Job News: ভারতের টেলিকম দফতরে চাকরির সুযোগ, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ- কারা আবেদনের যোগ্য ?


Education Loan Information:

Calculate Education Loan EMI