কলকাতা: সকাল থেকেই খবর ছড়িয়েছিল, দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন, অভিনেতা ধনুষ (Dhanush)। পাত্রী অভিনেত্রী ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur)। এই ঘটনায় যারপরনাই অবাক হয়ে গিয়েছিলেন সবাই। একাধিকবার ম্রুণালের মুখে ধনুষের নাম শোনা গেলেও, গোটা ইন্ডাস্ট্রিই জানত, তাঁরা কেবলই বন্ধু। ধনুষের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন ও শোনা যায়নি তেমন। তাহলে হঠাৎ কথা এগিয়ে গেল বিয়ে পর্যন্ত! এখানেই শেষ নয়, প্রকাশ্যে চলে এসেছে বিয়ের দিনক্ষণ ও। 

Continues below advertisement

খবর, আগামী ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ ভালবাসার দিনেই নাকি নতুন জীবন শুরু করতে চলেছেন ধনুষ ও ম্রুণাল। ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই আইনি বিয়ে সারবেন তাঁরা। ম্রুণালের গত বছরের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ধনুষ। তখনই অনেকে মনে করেছিলেন, বোধহয় ম্রুণাল আর ধনুষের মধ্যে সম্পর্ক রয়েছে। তবে সে কথা নিজেই নাকচ করে দিয়েছিলেন ম্রুণাল। কখনও তিনি সর্বসমক্ষে ধনুষকে ভাল বন্ধু বলেছেন তো কখনও মজা করে বলেছেন, ধনুষ বিনামূল্যেই তাঁর ছবির প্রচার করে দিচ্ছেন। আর সেই সম্পর্কই এবার বিয়ের পিঁড়িতে।

খোঁজ নিয়ে জানা গেল, ধনুষ এবং ম্রুণাল, ২ জনেরই ঘনিষ্ঠ সূত্রে বাতিল করা হয়েছে এই খবর। বলা হয়েছে, এই খবর কার্যত হওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে। এই খবরের আদৌ কোনও ভিত্তি নেই। মোটেই ম্রুণাল আর ধনুষ প্রেম করছেন না। ফেব্রুয়ারির ১৪ তারিখ বিয়ের পিঁড়িতে বসার তো কোনও প্রশ্নেই নেই। এর আগে, বিভিন্ন জায়গায় ধনুষকে দেখা গিয়েছিল, বেখেয়ালেই ম্রুণালের হাত ধরতে। কখনও দেখা গিয়েছে, ম্রুণাল মুগ্ধ চোখে তাকিয়ে রয়েছেন ধনুষের দিকে। এই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছিল গুঞ্জন। তবে কি ম্রুণাল আর ধনুষ একে অপরের সঙ্গে প্রেম করছেন? আজ যাবতীয় জল্পনা নাকচ করে দেওয়া হয়েছে অভিনেতা অভিনেত্রীর তরফ থেকে। 

Continues below advertisement

এর আগে, ম্রুণাল ঠাকুরের সঙ্গে বাদশার সম্পর্কের জল্পনাও ছড়িয়েছিল বলিউডে। ভাইরাল হয়েছিল একটি ভিডিও। অভিনেত্রী ম্রুণাল ঠাকুর ও সঙ্গীতশিল্পী বাদশাহের ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছিল, তাঁরা শিল্পা শেট্টির পার্টি থেকে বের হচ্ছে হাতে হাত ধরে। একে অপরের হাত ধরে আছেন শক্ত করে। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এক নেটিজেন লিখেছিলেন, 'ম্রুণাল ও বাদশাহ গতকাল শিল্পা শেট্টির দীপাবলি পার্টিতে। ওঁরা কি ডেট করছেন?' অনেকেই এর মন্তব্যে লিখেছেন, 'আনলাইকলি কাপল অ্যালার্ট' অর্থাৎ 'অপ্রত্যাশিত জুটি'।