মুম্বই: বিপাশা বসুকে ‘পুরুষালি’ বলা নিয়ে কম নিন্দা হয়নি। সেই রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কে জড়ালেন অভিনেত্রী মৃণাল ঠাকুর। এবার অনুষ্কা শর্মার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। আর সেই নিয়েই এই মুহূর্তে উত্তাল সোশ্যাল মিডিয়া। একটু সাফল্য পেতে না পেতেই মৃণালের মাথা ঘুরে গিয়েছে বলে কটাক্ষ করেছেন অনেকেই। (Mrunal Thakur on Anushka Sharma)
মৃণালের একটি সাক্ষাৎকার এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একটি ছবিতে অভিনয় করার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছিলেন বলে জানান। মৃণাল জানান, ওই ছবির জন্য সেই সময় প্রস্তুত ছিলেন না তিনি। সেই নিয়ে কিছু বললে বিতর্ক হতে পারে বলেও স্বীকার করে নেন নায়িকা। (Mrunal Thakur)
মৃণাল জানান, তিনি প্রত্যাখ্য়ান করার পর অন্য এক অভিনেত্রীকে ছবিতে নেওয়া হয়। ছবিটি এত হিট হয় যে রাতারাতি ওই অভিনেত্রী সাফল্যের চূড়ায় পৌঁছে যান। কিন্তু তিনি দুঃখ পাননি। বরং বুঝেছিলেন, সেই সময় ওই ছবিতে অভিনয় করলে নিজেকে হারিয়ে ফেলতেন তিনি। কে সেই অভিনেত্রী, তা নিয়ে জোরাজুরি করলে মৃণাল বলেন, “উনি এই সময় কাজ করছেন না, কিন্তু আমি করছি। এটাই জয়। চটজলদি পরিতৃপ্তি, পরিচিতি চাই না আমি। রাতারাতি পাওয়া খ্যাতি চলেও যায়।”
মৃণাল যদিও কারও নাম নেননি। কিন্তু নেটিজেনদের ধারণা, অনুষ্কার উদ্দেশেই এই মন্তব্য করেন মৃণাল। ‘সুলতান’ ছবির কথাই বলতে চাইছেন তিনি। কারণ ‘সুলতান’ ছবির জন্য গোড়াতে মৃণালকেই পছন্দ হয়েছিল আদিত্য চোপড়ার। শেষ পর্যন্ত সলমন খানের বিপরীতে, অনুষ্কা ‘আরফা’র চরিত্রে অভিনয় করেন। ‘জার্সি’ ছবির প্রচারে মৃণাল যখন ‘বিগ বস’-এ যান, সেখানে সলমন খোদ বিষয়টি খোলসা করেন। ফলে মৃণালের নতুন সাক্ষাৎকারের অংশটি সামনে আসতেই দুইয়ে দুইয়ে চার করে নিয়েছেন অনেকে।
আর তাতেই তীব্র সমালোচনার মুখে পড়ছেন মৃণাল। সোশ্যাল মিডিয়ায় একজন লেখেন, ‘জানি না কী অসাধারণ কাজ করে ফেলেছেন মৃণাল, কত বড় কৃতিত্ব অর্জন করেছেন তিনি, যে অন্য নায়িকাদের লাগাতার খাটো করে চলেছেন। কিশোরী বয়সে বলে ফেলেছেন ভেবে আগের বার কিছু বলিনি। কিন্তু এবার আর নয়। অনুষ্কা রাতারাতি খ্যাতি পাননি। বহু বছরের পরিশ্রমে জনপ্রিয়তা পেয়েছিলেন’।
অন্য আর এক নেটিজেন বলেন, ‘অনুষ্কা কাজ করবেন, কী করবেন না, সেটা তাঁর ইচ্ছে। উনি কাজ পাচ্ছেন না এমন কিন্তু নয়। বিঃদ্রঃ-কাজের গুণমানের নিরিখে আপনি কিন্তু অনুষ্কার ধারেকাছেও নেই মৃণাল’। সম্প্রতি অজয় দেবগণের বিরুদ্ধে যে ‘সন অফ সর্দার ২’ ছবিতে অভিনয় করেন মৃণাল, তার গুণমানও স্মরণ করিয়ে দিয়েছেন কেউ কেউ।