মুম্বই: অধিনায়ক, উইকেটকিপার, মেন্টর, ২২ গজে মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni) বিভিন্ন ভূমিকায় দেখা গিয়েছে। সম্প্রতি নিজের প্রযোজনা সংস্থাও খুলেছেন মাহি। তবে এবার তাঁকে সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় দেখা যাবে, তাও আবার রুপোলি পর্দায়। তাও আবার তারকা আর মাধবনের (R Madhavan) বিপরীতে।

Continues below advertisement

লুসিফার সার্কাস প্রযোজনা সংস্থা সম্প্রতি নিজেদের নতুন সিনেমার একটি টিজার লঞ্চ করেছেন। সেখানে আর মাধবনের সঙ্গে কালো স্যুট পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে ধোনিকে। বুকে লেখা টাস্ক ফোর্স। হাতে বন্দুক, চোখে চশমা। বন্দুক হাতে গাড়ির মধ্যে থেকেই গুলি চালাছেন মাহি। এই টিজারের ক্যাপশনেই ধোনির রুপোলি পর্দায় অভিষেকের আভাস দেওয়া হয়েছে। 

সেখানে লেখা, 'লুসিফার সার্কাসের তরফে পেশ করা হচ্ছে এক ব্লকবাস্টার! কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনি দুরন্ত আর মাধবন এবং সর্বদা চার্মিং বীরাজ ঘেলানির সঙ্গে হাত মিলিয়েছেন। এই সিনেমাটির নির্দেশনায় রয়েছেন অদ্বিতীয় ভাসান বালা। প্রস্তুত থাকুন। অনুধাবন শুরু হতে চলেছে।'

Continues below advertisement

 

এই সোশ্যাল মিডিয়া পোস্ট দেখামাত্রই কিন্তু ধোনি অনুরাগীরা উত্তেজনায় টগবগ করছে। প্রিয় ক্রিকেটারের রুপোলি পর্দায় অভিষেক ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। অতীতে ধোনিকে বিভিন্ন বিজ্ঞাপন করতে দেখা গিয়েছে। তামিল একটি সিনেমায় তাঁর ক্যামিও রোলও ছিল। কিন্তু এক্ষেত্রে টিজার দেখে অনেকেই মনে করছেন মাহিকে এবার হয়তো অভিনেতা হিসাবে বেশ বড় ভূমিকায় দেখা যেতে চলেছে। তবে এই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্নও রয়েছে বটে। অনেকেই সন্দিহান এটি সিনেমা, ওয়েব সিরিজ় না আসলে এক বিজ্ঞাপন।  

শেষমেশ কিন্তু সন্দেহেই সত্যি হয়। দেখা যায় এইটি আদপে কোনও রুপোলি পর্দার সিনেমা বা ওয়েব সিরিজ় নয়, বরং একটি বিমা সংস্থার বিজ্ঞাপনী প্রচারই বটে। তাই দর্শকদের পুরোদস্তুর সিনেমায় অভিনেতা ধোনিকে দেখার সাধ আপাতত অপূর্ণ রয়ে গেল।

 

প্রসঙ্গত, হালে শোনা যাচ্ছিল ধোনিকে নাকি ভারতীয় ক্রিকেট বোর্ড টিম ইন্ডিয়ার মেন্টর হিসাবে বড় দায়িত্ব দিতে আগ্রহী। পরবর্তী প্রজন্মের তারকাদের তুলে আনার দায়িত্বও থাকবে ধোনির কাঁধে। তবে একই রিপোর্টে বলা হয়েছে গৌতম গম্ভীরের সঙ্গে তাঁর অতীত সম্পর্কের কথা মাথায় রেখে মাহি এই দায়িত্ব নিতে রাজি নন। তবে গোটাটাই যে এখনও কেবল জল্পনা-কল্পনাই বটে, তা বলাই বাহুল্য।