কলকাতা: তিনি কখনোই কোনোকিছুর তোয়াক্কা করেননি, যা মনে এসেছে, বলেছেন। নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন সবার সামনে। এর আগেও তিনি রণবীর সিংহ (Ranbir Singh) কে নিয়ে নিজের মতামত জাহির করেছিলেন। আর এবার তাঁর নিশানায় কপিল শর্মা (Kapil Sharma)। তাঁকে নাকি একবার কপিল শর্মার শো-তে যাওয়ার কথা বলা হয়েছিল। তিনি সেই শো-তে যাওয়া নাকচ করে দেন। তিনি কে? তিনি অভিনেতা মুকেশ খান্না (Mukesh Khanna)। ছোটপর্দার 'শক্তিমান'। কপিল শর্মার শো-কে তিনি 'দেখা যায় না' বা দেখার 'অযোগ্য' বলেও মন্তব্য করেছেন।
সম্প্রতি একটি পডকাস্ট শো তে এসে নিজের মনের কথা বলেছেন মুকেশ। সেই শোয়ে এসে তিনি বলেছিলেন কপিল শর্মার সঙ্গে তাঁর একটি অ্যাওয়ার্ড শো-এ দেখা হয়েছিল। সেখানে গিয়ে তাঁর দেখা হয় কপিল শর্মার সঙ্গে। কিন্তু কপিল শর্মা অভিনেতার সঙ্গে একটা কথাও বলেননি। তাঁরা ১০ মিনিট পাশাপাশি বসে ছিলেন বটে, কিন্তু তাঁদের মধ্যে নাকি কোনও কথাই হয়নি। কপিল শর্মা নাকি এগিয়ে এসে একবার 'হ্যালো' পর্যন্ত বলেননি বলে অভিযোগ মুকেশ খান্নার।
অভিনেতা বলছেন, 'আমি সেরা সাপোর্টিং অভিনেতা অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আমি সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম। সেখানে কপিল শর্মাও এসেছিলেন। ফিল্ম সিটিতে কোথাও হয়তো শ্যুটিং করছিলেন তিনি। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি এখন যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, তাতে একসঙ্গে কাজ না করলে কেউ কারোও সঙ্গে কথাই বলে না। এটা তো একটা সাধারণ ভদ্রতা। কপিল এটুকু প্রশ্নও করলেন না যে, 'কেমন আছেন স্যার আপনি'। মুকেশ আরও বলেন, 'ভুলে যান, আমি ওঁর থেকে বয়সে বড়। আমার পাশে ১০ মিনিট ধরে বসে থেকেও আমার সঙ্গে একটা কথা, একটা 'হ্যালো' পর্যন্ত বলল না।' এই ঘটনার সঙ্গে মুকেশ খান্না তুলনা করেন অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। বলেন, তিনি কখনও অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেননি। কিন্তু যখনই তাঁর সঙ্গে দেখা হয়েছে, সবসময় কথা হয়েছে তাঁর ও অমিতাভ বচ্চনের। এই ঘটনার পরে মুকেশ খান্না আর কপিল শর্মার শো-তে যেতে রাজি হননি।
আরও পড়ুন: Allu Arjun: ১০ দিন পার, বক্সঅফিসে কেমন ব্যবসা করছে অল্লু অর্জুনের 'পুষ্পা ২'?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে