নয়াদিল্লি: 'শক্তিমান' (Shaktimaan) কি এবার রণবীর সিংহ (Ranveer Singh)? এই গুঞ্জন এখন বলিউডের সর্বত্র। সুপারহিট টিভি শো 'শক্তিমান' খ্যাত অভিনেতা মুকেশ খান্না  (Mukesh Khanna) যবে থেকে ঘোষণা করেছেন এই সুপারহিরোর ওপর তিনি তিনটি ফিল্মের একটি সিরিজ বানাবেন সেই থেকে রণবীর সিংহের নামই লোকমুখে শোনা যাচ্ছে। কিন্তু সত্যিই কি তাই? এবার এই প্রসঙ্গে মুখ খুললেন মুকেশ খান্না নিজেই। কী বললেন তিনি? 


'শক্তিমান' চরিত্রে দেখা যাবে রণবীর সিংহকে? কী বললেন মুকেশ খান্না?


রণবীর সিংহ 'শক্তিমান' হচ্ছেন কি না সেই মুকেশ খান্না বলেন, 'গোটা সোশ্যাল মিডিয়ায় মাসের পর মাস ধরে এই গুজবে ভরে গেছে যে রণবীর শক্তিমান করবে। আর সকলেই এই বিষয়ে রাগ করে বসে আছেন। আমি চুপ থেকেছি। কিন্তু যখন একাধিক চ্যানেলেও ঘোষণা করে দেওয়া হল যে রণবীরকে সাইন করানো হয়ে গেছে, তখন আমাকে মুখ খুলতেই হল। আর আমি বলে দিলাম এমন ইমেজ সমেত মানুষ যত বড় তারকাই হোন না কেন শক্তিমান হতে পারবেন না। আমি এটুকু বলেই থামিয়ে দিতে চাই। এবার এরপরে দেখুন কী কী হয়?' কিন্তু উল্লেখ্য, যে পোস্টে তিনি এই কথা লেখেন, তা এরপর তিনি মুছেও দেন সোশ্যাল মিডিয়া থেকে।


মুকেশ খান্না নিজের ইউটিউব চ্যানেল 'ভীষ্ম ইন্টারন্যাশনাল'-এও একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে হতাশা প্রকাশ করতে দেখা গেছে। তিনি বলেন, 'আমি প্রযোজকদের বলেছি, যে তাঁদের স্পাইডারম্যান, ব্যাটম্যান, ক্যাপ্টেন প্ল্যানেটের সঙ্গে আপনাদের কোনও প্রতিযোগিতা নেই। শক্তিমান কেবলমাত্র একটি সুপারহিরো নন, তিনি একজন সুপার শিক্ষকে পরিণত হয়েছেন। এবার, যে অভিনেতাকে এই চরিত্রে নেওয়া হবে তাঁর সেই ক্ষমতা থাকা উচিত যে যখন তিনি কথা বলবেন, লোকজন শুনবে। বড় বড় অভিনেতা আছেন, কিন্তু তাঁদের ইমেজ মাঝে চলে আসে।' 


গত বছর জুন মাসে মুকেশ খান্না 'শক্তিমান' ফিল্ম সিরিজ সম্পর্কে 'হিন্দুস্তান টাইমস'কে আপডেট দেন। তিনি বলেন, 'চুক্তি সই হয়ে গিয়েছে। এটি অনেকটা বড় মাপের ছবি। এক একটি ছবি তৈরিতে ২০০ থেকে ৩০০ কোটি টাকা খরচ হবে এবং সোনি পিকচার্সই তৈরি করবে যারা 'স্পাইডারম্যান' তৈরি করেছিল।'


আরও পড়ুন: Randeep Hooda: মাথায় কমেছে চুল, হাড় গিলগিলে চেহারা, রণদীপ হুডার 'কালা পানি' ছবি ভাইরাল


সেই সময়েও পর্দায় শক্তিমানের চরিত্রে কাকে দেখা যাবে সেই বিষয়ে মন্তব্য করতে নারাজ ছিলেন মুকেশ খান্না। তিনি বলেন, 'আমি শুধু এটুকু বলতে পারি যে শক্তিমানের পোশাকে আমার কোনও ধরনের আবির্ভাব অসম্ভব। আমাকে থামতে হবে কারণ ওঁরা কোনও ধরনের তুলনা চান না। কিন্তু সিনেমা আসছে, খুব শীঘ্রই একটি আনুষ্ঠানিক ঘোষণা হবে, যেখানে জানা যাবে যে কে এই ছবিতে অভিনয় করবেন, কে পরিচালনা করবেন। আন্তর্জাতিক মানে তৈরি করা হবে, ঠিক যেমনটা হওয়া উচিত।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।